ইভিএম-এর পক্ষে জাতীয় পার্টি, ভিন্ন সুর বিকল্প ধারার
১৬ জুন ২০১১নির্বাচন কমিশনের সঙ্গে চলমান সংলাপে অংশ নিয়ে জাতীয় পার্টি বলেছে, তারা ইভিএম-এর পক্ষে৷ তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে তারা এর প্রয়োগ দেখতে চায়৷ তারা মনে করে, স্থানীয় পর্যায়ের নির্বাচনে এটি প্রয়োগ করলে এর ভাল বা খারাপ দু'টি দিকই জানা সম্ভব হবে৷ কোন ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে৷ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে তার দল স্বাগত জানায়৷
বিকল্প ধারা বাংলাদেশ-এর প্রধান ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, ইভিএম পদ্ধতির ত্রুটি রয়েছে৷ এসব ত্রুটি সংশোধন করা হলে তারা এই পদ্ধতিতে ভোটগ্রহণ মেনে নেবে, অন্যথায় নয়৷
প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা তাদের সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনেকাংশেই নির্ভর করে রাজনৈতিক দল এবং ভোটারদের মানসিকতার ওপর৷
নির্বাচন কমিশনের আজ জাতীয় সমাজতান্ত্রিক দল - জাসদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামির সঙ্গে সংলাপে বসার কথা৷ তবে জামায়াত সংলাপে যাচ্ছেনা বলেই জানা গেছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক