ইমরানের নিশানায় এবার বিচারবিভাগ
১৪ এপ্রিল ২০২২ইমরান খানের প্রশ্ন, অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির একদিন আগে কী করে সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্ট তাদের সময়ের অনেক পরেও খোলা থাকল?
ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য জানিয়ে দিয়েছে, যখন কোনো অত্যন্ত জরুরি বিষয় থাকে, তখন তারা নির্ধারিত সময়ের পরেও কোর্ট খোলা রাখেন। হাইকোর্ট সেদিন খোলা রাখা হয়েছিল একটি আবেদনের পরিপ্রেক্ষিতে। সেনাপ্রধান জেনারেল বাজওয়ার বিরুদ্ধে ইমরান খান সরকার যাতে কোনো ব্যবস্থা নিতে না পারে, সেই বিষয়ে আবেদন জমা পড়েছিল। তবে তৎকালীন সরকার জানিয়েছিল, তাদের এই ধরনের কোনো পরিকল্পনা নেই।
ইমরান বুধবার জনসভায় বলেছেন, ''আমি আপনাদের স্বাধীনতার দাবি তুলে জেলে গেছি। আমি স্বপ্ন দেখি, একদিন বিচারবিভাগ নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়াবে, ক্ষমতাশালীদের পাশে নয়।''
ইমরান বলেছেন, ''আপনারা মধ্যরাতের পরেও কোর্ট খোলা রাখবেন। এই দেশ আমাকে ৪৫ বছর ধরে জানে। আমি কি কখনো আইন ভেঙেছি? আমি যখন ক্রিকেট খেলেছি, কেউ কি আমার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনতে পেরেছে? ইমরানের দাবি, আমি ২৫ বছর ধরে রাজনীতিতে আছি। আমি কখনো মানুষকে উসকানি দিইনি। আমি জানতে চাই, আমি কি অপরাধ করেছি, যার জন্য আদালত এত রাতেও খুলে রাখতে হবে?
ইমরান খান নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অনুরোধ করেছেন, তার দলের লোকেদের হয়রানি বন্ধ করুন। তাদের বিনা দোষে ধরা হচ্ছে। এটা ঠিক নয়।
জিএইচ/এসজি (দ্য ডন)