তেলের দাম বাড়ার আশঙ্কা
১৮ জুন ২০১৪ইরাক ও কেনিয়ায় নতুন করে সংকট দেখা দেওয়ায় পরিবহন ও পর্যটন সংস্থাগুলির শেয়ারের উপর চাপ বেড়েছে৷ এর অন্যতম কারণ – অদূর ভবিষ্যতে পেট্রোলিয়ামের দাম বাড়ার আশঙ্কা৷ সেই সঙ্গে ইউরোপের দোড়গড়ায় ইউক্রেন সংকটও কাটছে না৷ সে দেশের পূর্বাঞ্চলে সংঘর্ষ চলছে৷ রাশিয়া থেকে ইউক্রেন তথা বাকি ইউরোপে গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে৷
পুঁজিবাজারে সাময়িক ধাক্কা সামলানোর ক্ষমতা ইউরোপের আছে৷ কিন্তু বেশ কিছুকাল ধরে চলে আসা সমস্যাগুলির দ্রুত সমাধান আশা করছে নে কেউ৷ ইউরো এলাকায় মূল্যস্ফীতির হার কমেই চলেছে৷ শুক্রবার প্রকাশিত তথ্য-পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে এই হার গত চার বছরের সবচেয়ে কম মাত্রায় নেমে গেছে৷ স্পেন ও ইটালির পরিস্থিতিও একই রকম৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির কমে চলা হারের মোকাবিলা করতে সুদের হার কমানো সহ একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে বটে, তবে তার ফল পেতে আরও কিছু সময় লাগবে বলে ঝরে নেওয়া হচ্ছে৷ মূল্যস্ফীতি কম হলে ক্রেতাদের সাময়িক লাভ হয় বটে, কিন্তু সামগ্রিকভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়৷ এদিকে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের পর ইউরোপীয় কমিশনের পুনর্বিন্যাসের ক্ষেত্রেও জটিলতা দেখা যাচ্ছে৷ নির্বাচনের আগে জঁ ক্লোদ ইয়ুংকারকে শীর্ষ প্রার্থী করা সত্ত্বেও রক্ষণশীল শিবির এখনো তাঁকে কমিশনের প্রেসিডেন্ট করার বিষয়ে একমত হতে পারছে না৷ ফলে বকেয়া সংস্কারের কাজে বিলম্ব ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
স্পেন, ইটালি ও গ্রিস সংস্কারের পথে এগিয়ে চলেছে৷ যদিও স্পেন ও গ্রিসে চরম বেকারত্ব কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ প্রধানমন্ত্রী মাটেও রেনসির নেতৃত্বে ইটালি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্য দেখাতে পারছে৷ তবে এরপরেও সে দেশের ঋণভার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ এই প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের জ্বালানি সংক্রান্ত কমিশনর সম্প্রতি বলেছেন, গ্রিসের মতো ছোট দেশকে যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, তার অঙ্ক যথেষ্ট কম৷ ইউক্রেন-এর চরম আর্থিক সংকট কাটাতে ইউরোপকে যদি এগিয়ে আসতে হয়, সে ক্ষেত্রে আরও অনেক গুণ বেশি আর্থিক সহায়তা দিতে হবে৷
এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)