ইরান রাশিয়ায় ইউরেনিয়াম পাঠাল
২৯ ডিসেম্বর ২০১৫জাহাজটি দৃশ্যত সোমবার যাত্রা শুরু করে৷ বিশ শতাংশ অবধি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম, যা এখনো অবধি তেহরান রিসার্চ রিয়্যাক্টরের জন্য ফুয়েল প্লেটে পরিণত করা হয়নি, সেই সমস্ত ইউরেনিয়াম এবার রাশিয়ায় পাঠানো হয়েছে, বলে কেরি জানান৷
আগামী জানুয়ারির মধ্যে চুক্তির বাস্তবায়ন সম্পন্ন হবার কথা৷ তারপর ইরানের কাছে ৩০০ কিলোগ্রামের বেশি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম থাকলে চলবে না৷ কেরি স্বয়ং যে এই সর্বাধুনিক বিকাশধারায় কতটা আশাবাদী, সেটা প্রকাশ পেয়েছে তাঁর ব্যক্তিগত টুইটে৷
ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হবার সময় থেকেই কেরি এ'বিষয়ে আশাবাদী৷
তবে ইরান চুক্তির প্রতি প্রতিরোধ থেকেই যাচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাজনীতিকদের মধ্যে৷
রাশিয়াকে ইউরেনিয়াম পাঠানোর ফলে মূল পরিবর্তন যেটা হবে, সেটা হলো এই যে, এ যাবৎ ইরানের পক্ষে একটি আণবিক বোমা তৈরি করার মতো অস্ত্রোপযোগী ইউরেনিয়াম জমা করতে বড়জোর দুই থেকে তিন মাস সময় লাগত; এবার সেটা বেড়ে ছয় থেকে নয় মাস হয়ে দাঁড়াবে৷
রাশিয়ায় ইউরেনিয়াম পাঠানোর বিনিময়ে ইরান রাশিয়ার কাছ থেকে ১৩৭ টন তথাকথিত ‘‘ইয়েলো কেক'' বা ইউরেনিয়াম কনসেন্ট্রেট পেয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে৷ কেরিও রাশিয়ার এই ‘‘অপরিহার্য ভূমিকাকে'' স্বীকৃতি দিয়েছেন৷
সব কিছু ঠিকমতো চললে জানুয়ারি মাসে ‘‘ইমপ্লেমেন্টেশন ডে'' বা ‘বাস্তবায়ন দিবসে' আইএইএ ঘোষণা করবে যে, ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য করণীয় সব কিছু করেছে, যার পর ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করবে৷
ইরানের একঘরে দশা কি সত্যিই সমাপ্ত হতে চলেছে? জানান নীচের মন্তব্যের ঘরে৷
এসি/ডিজি (ডিপিএ, এএফপি)