ট্রাম্পকে খামেনির কড়া জবাব
১ জানুয়ারি ২০২০যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ২৫ জন নিহত হওয়ার পর থেকেই শুরু হয় যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ৷বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভ জানাতে থাকে হাজার খানেক মানুষ৷ তাঁবু গেঁড়ে সেখানে দু'দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা৷ এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসের এক অংশের ছাদে আগুন লাগিয়ে দেয়৷ তাদের সরাতে কাঁদানে গ্যাস ছোড়ে দূতাবাসের নিরাপত্তারক্ষীরা৷
এদিকে দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে বাগদাদে ৭৫০ সদস্যের পদাতিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র৷
ট্রাম্পের হুমকি, খামেনির জবাব
এক টুইটবার্তায় দূতাবাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প৷ আরেক টুইটবার্তায় পুরো ঘটনার জন্য ইরানকে দায়ী করে তিনি বলেছেন, ‘‘কোনো প্রাণহানি বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য ইরানই দায়ী থাকবে৷ সেজন্য তাদের চড়া মূল্য দিতে হবে৷ এটা কোনো সতর্কবার্তা নয়, এটা হুমকি৷ শুভ নববর্ষ!''
জবাবে ইরানের সর্বোচ্চা ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ‘‘ইরানের সরকার, জনগণ এবং আমি যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই৷ওই লোক (ট্রাম্প) নাকি টুইট করে বলেছে, ‘বাগদাদের ঘটনার জন্য আমরা ইরানকে দায়ী মনে করি এবং আমরা ইরানকে এর জবাব দেবো৷' প্রথমত, আপনারা কিছুই করতে পারবেন না৷ দ্বিতীয়ত, আপনাদের কথায় যদি যুক্তি থাকতো, যা আসলে নেই, তাহলে আপনারা ইরাক আর আফগানিস্তানে যে অপরাধ করেছেন তা দেখে বুঝতেন সে কারণে অনেক জাতি আপনাদের ঘৃণা করে৷ ''
এসিবি/কেএম (এপি, রয়টার্স, ডিপিএ, এএফপি)