ইরানে আরো তিন বিক্ষোভকারীর ফাঁসি
১০ জানুয়ারি ২০২৩এর আগে শনিবার, ইরান দুজনের ফাঁসি কার্যকর করে।
আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মধ্যেই বিক্ষোভে অংশ নেয়া আটককৃত ব্যক্তিদের একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করছে ইরান।
সোমবার ইরান জানায়, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার অভিযোগে আরো তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ' করার দায়ে অভিযুক্ত করা হয় তাদের৷ ইরানের শরিয়া আইনে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড৷
গত বছরের সেপ্টেম্বরে নৈতিক পুলিশের হেফাজতে ২২ বছর বয়সি মাহসা আমিনির মৃত্যু পর ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে অংশ নেয়া ও পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে শত শত মানুষকে আটক করে ইরান। বিচারে এ পর্যন্ত ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ফাঁসির আদেশ ও তা কার্যকর রায় জন্য নিন্দা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস ও ক্যাথলিক পোপ ফ্রান্সিস।
এক টুইট বার্তায় শলৎস এই মৃত্যুদণ্ডকে 'নিপীড়নের মাধ্যম' হিসেবে ইরান ব্যবহার করছে বলে অভিযোগ করেন।
পোপ ফ্রান্সিস বলেন, "মৃত্যুদণ্ডের মাধ্যমে কোনো দেশে ন্যায়বিচার করা যায় না। কারণ, এটা মানুষকে শুধরানোর সুযোগ থেকে বঞ্চিত করে আর প্রতিশোধ নিতে ইন্ধন জোগায়।”
একেএ/এসিবি (এএফপি, রয়টার্স)