ইরানে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় রোহানি
ইরানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন হাসান রোহানি৷ চার কোটি ভোটার এবার ভোট দিয়েছেন৷ রুহানি পেয়েছেন ৫৭ ভাগ ভোট৷ অর্থাৎ প্রায় ২ কোটি ৩০ লাখ ভোট৷
প্রধান দুই প্রার্থী
ইরানে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়৷ নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর একজন বর্তমান প্রেসিডেন্ট হাসান রোহানি অন্যজন এবরাহিম রাইসি৷
ভোটার বেশি, তাই সময় বাড়ানো
শুক্রবার ভোটদানের সময় আরও পাঁচ ঘণ্টা বাড়ানো হয়৷ চলে স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত৷ দেশটির ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রায় একই রকম ভোট পড়েছিল, ওই নির্বাচনে ব্যাপক জয় পেয়ে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মধ্যপন্থি প্রার্থী হাসান রোহানি৷
সমস্যা থেকে উত্তোরণ
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাইসির প্রতি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনেই সমর্থন জানানোয় অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন রুহানি৷ অবশেষে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সফল হলেন৷
রাইসির অভিযোগ
রক্ষণশীল বলে পরিচিত ইব্রাহিম রাইসি ভোটে কারচুপির অভিযোগ করেছেন৷
নরমপন্থি রোহানি
বর্তমান প্রেসিডেন্ট ৬৮ বছর বয়স্ক হাসান রোহানি বাস্তববাদী ও অপেক্ষাকৃত নরমপন্থি বলে পরিচিত৷ আন্তর্জাতিক মঞ্চে প্রায় একঘরে হয়ে থাকা দেশটিকে অনেকটাই উন্মুক্ত করতে সক্ষম হয়েছেন তিনি৷ বিশেষ করে আন্তর্জাতিক সমাজের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করায় ইরানের উপর অনেক নিষেধাজ্ঞা শিথিল করা হচ্ছে৷
পুনর্নির্বাচিত
রোহানিই প্রথমবার নন, সেই ১৯৮১ সাল থেকে ইরানে সব প্রেসিডেন্টই দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হয়েছেন৷