1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫

২ জুলাই ২০২২

ইরানের দক্ষিণে হরমোজগার প্রদেশে বেশ কযেক দফায় ভূমিকম্পের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে৷ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/4DYrs
Erdbeben im Iran
ছবি: ISNA

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বার্তাসংস্থাগুলো জানায়, শুক্রবার রাতে কয়েক দফার ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগার প্রদেশের বন্দর আব্বাস নগরী কেঁপে উঠে৷ এর মধ্যে দুইটি ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ছয়৷                    

প্রদেশটির গভর্নর মেহেদি দৌস্তি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে জানান, ভূমিকম্পের আঘাতে পাঁচজন নিহত হয়েছেন এবং ৮৪ জন আহত হয়েছেন৷ এদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

গভর্ণর আরো জানান, ভূমিকম্পের আঘাতে সে এলাকার সায়েহ খোশ নামে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে৷            

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা গেছে, গ্রামটির আবাসিক ভবন ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ আর এ কারণে উদ্ধারকর্মীদের রাতে অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছাতে বেগ পেতে হয়েছে৷ 

ভূমিকম্পের পর হাজার হাজার মানুষ রাস্তায় রাত কাটিয়েছেন বলে জানা গেছে৷ ভূমিকম্প হওয়া এই এলাকাটির একশ কিলোমিটারের মধ্যে ৫০ হাজার মানুষ বাস করতেন৷

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি শনিবার সকালে জানায়, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে৷

আর হরমোজগার প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আক্রান্ত এলাকায় বিদ্যুৎ এবং পানি সরবরাহ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য৷

আরআর/এফএস (এএফপি)