1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে ইব্রাহিম রাইসি

১৯ জুন ২০২১

ইরানের প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন৷ তিনি ৬২ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/3vD81
ছবি: ATTA KENARE/AFP

তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও৷

উত্তরসূরীকে স্বাগত জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি৷ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি৷

শুক্রবারের নির্বাচনে ইব্রাহিম রাইসি তার দুই প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন৷ প্রার্থী মোহসেন রেজাই ও আমিরহোসেন ঘাজিজাদেহ হাশেমি পরাজয় মেনে নিয়ে রাইসিকে অভিনন্দন জানিয়েছেন৷

নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ছয় কোটি৷ এর মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৯০ শতাংশ৷ ৬২ শতাংশ ভোট পেয়েছেন রাইসি৷ তিনি আগস্টে ক্ষমতায় বসতে যাচ্ছেন৷

রাইসিকে জেতানোর জন্য কারসাজি হচ্ছে এমন অভিযোগ এনে বিদেশে বসবাসরত বিরোধী পক্ষ নির্বাচন বয়কটের ডাক দেন৷

এফএস/এসএস (এপি,এফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান