ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ ইইউর
৫ জানুয়ারি ২০২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফকে আলোচনার জন্য ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল৷ ইইউ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বোরেল এই বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছেন৷''
বোরেল বলেন, একটি আঞ্চলিক রাজনৈতিক সমাধানই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ৷ তিনি ২০১৫ সালের পরমানু চুক্তি বজায় রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করেন৷
এক টুইট বার্তায়ও বিষয়টি উল্লেখ করেছেন জোসেপ বোরেল৷
এর আগে শনিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সাথে আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন৷ হাইকো মাস জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সামনের দিনে পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য জার্মানি, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের সহযোগী দেশগুলো ইরানে সাথে আলোচনার জন্য যা যা সম্ভব করবে৷
এদিকে রোববার ভ্যাটিকানে দেয়া এক ভাষণে মধ্য প্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন পোপ ফ্রান্সিসও৷ ইরানের নাম উল্লেখ না করে তিনি সব পক্ষকে শত্রুতার বদলে আলোচনা আর আত্মসংযম প্রদর্শনের আহবান জানান৷ তিনি বলেন, ‘‘যুদ্ব শুধু মৃত্যু আর ধ্বংসই ডেকে আনতে পারে৷''
এফএস/আরআর (এএফপি, ডিপিএ)