1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবেন অ্যাশটন

১৩ নভেম্বর ২০১০

ইরানের বিতর্কিত পারমাণবিক পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে রাজি হলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাশটন৷ কিছু শর্ত দিয়েছেন তিনি৷ সেগুলি মানা হলে ডিসেম্বরের পাঁচ তারিখেই শুরু হতে পারে আলোচনা৷

https://p.dw.com/p/Q7tP
ক্যাথারিন অ্যাশটনছবি: AP

ইরানের পারমাণবিক পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে তেহরানের স্থগিত হয়ে পড়া আলোচনা আবার শুরু করার সম্ভাবনা জিইয়ে তুললেন ইইউ-র পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাশটন৷ ইরানের পারমাণবিক বিষয়ক প্রধান মধ্যস্থতাকারী সাইদ জালিলিকে লিখিতভাবে অ্যাশটন জানিয়েছেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, ব্রিটেন এবং জার্মানি, এই ছয় প্রধান দেশের প্রতিনিধিস্বরূপ তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি, তবে বৈঠক ইস্তান্বুলে নয়, আয়োজন করতে হবে অস্ট্রিয়া কিংবা সুইজারল্যান্ডে৷ আলোচনার তারিখও জানিয়েছেন অ্যাশটন, আর তা হল পাঁচ ডিসেম্বর৷ যদি এই শর্তগুলি ইরান মেনে নেয়, তাহলে আলোচনা বেশ কয়েকদিন চলতে পারে৷

Bushehr Reaktor Tehran Iran Flash-Galerie
ইরানের দাবি, পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের জন্যছবি: AP

ইরানের পারমাণবিক পরিকল্পনা নিয়ে পাশ্চাত্য বিশ্বের নানারকমের সন্দেহ রয়ে গেছে৷ ইরান বারবার জানিয়েছে, তারা শান্তিপূর্ণ পারমাণবিক পরিকল্পনা নিয়েছে এবং অস্ত্র বা বোমা নয়, তারা চায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে৷ ইতিপূর্বে বহুবার এ বিষয়ে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও কাজের কাজ তেমন কিছু হয়নি৷ জাতিসংঘের মাধ্যমে যে কারণে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমা বিশ্ব৷ তারপরেও ইরান তাদের পারমাণবিক পরিকল্পনা এগিয়ে নিয়ে গেছে৷ আন্তর্জাতিক মহলের সঙ্গে ইরানের এ বিষয়ে আলোচনা থেমে রয়েছে এক বছরের বেশি সময় ধরে৷

এই পরিস্থিতিতে ইরানের তরফে সাইদ জালিলি চলতি সপ্তাহেই ইইউ-র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথারিন অ্যাশটনকে চিঠি লিখে নভেম্বরের ২৩ কিংবা ডিসেম্বরের ৫ তারিখে আলোচনায় বসার জন্য আহ্বান জানান৷ সেই চিঠির জবাবেই অ্যাশটন পাঁচ ডিসেম্বরে আলোচনার বিষয়ে তাঁর সম্মতি জানিয়েছেন৷ তবে জালিলির চিঠিতে তুরস্কের ইস্তান্বুলে আলোচনায় বসার যে প্রস্তাব ছিল, অ্যাশটন তা পরিবর্তন করে অস্ট্রিয়া কিংবা সুইজারল্যান্ডে আলোচনা করতে চেয়েছেন৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র পি জে ক্রাউলি এ বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান সব শর্ত মেনে নিলে আলোচনা অবশ্যই নতুন করে শুরু হবে এবং দফায় দফায় আলোচনা চলবে অন্তত ছয় মাস যাবৎ৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য