ইরানের স্বপ্নভঙ্গ, নকআউট পর্বে ইংল্যান্ড, অ্যামেরিকা
৩০ নভেম্বর ২০২২নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা ছিল ইংল্যান্ড, অ্যামেরিকা ও ইরানের। অ্যামেরিকার সঙ্গে ড্র করলেই ইরান নকআউট পর্বে চলে যেত। কিন্তু বেশি রক্ষণাত্মক খেলতে গিয়ে শেষপর্যন্ত পারলো না তারা। এশিয়ার প্রথম দেশ হিসাবে শেষ ১৬টি দলের মধ্যে থাকতে পারলো না ইরান। এক গোলে অ্যামেরিকার কাছে হারতে হলো তাদের।
ইংল্যান্ড ও ওয়েলসের ম্যাচ
ওয়েলসকে তিন গোলে হারালো ইংল্যান্ড। হ্যারি কেন, রেশফোর্ডের দাপটের কাছে হার মানলো গ্যারেথ বেলের ওয়েলস। ম্যাচ জেতার জন্য বেলের উপরই ভরসা করেছিল ওয়েলস। কিন্তু এই ম্যাচে বেল ব্যর্থ।
ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডের দাপট ছিল। তারা গোল পায় ৫০ মিনিটে। ফ্রিকিক থেকে গোল করেন রেশফোর্ড। কেন ও রেশফোর্ডকে আটকাতে হিমশিম খেতে থাকেন ওয়েলসের ফুটবলাররা। এই যুগলবন্দির ফসল দ্বিতীয় গোল। তারা পাস দিয়ে ওয়েলসের রক্ষণে ঢোকার পর বক্সে বল দেন ফডেনকে। তিনি গোল করেন। রেশফোর্ড তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ৬৮ মিনিটে। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড।
ইরানের লড়াই
প্রথম ম্যাচে জাতীয় সংগীত না গাওয়া, বিক্ষোভকারীদের সমর্থন এবং তারপর শাস্তির হুমকি সত্ত্বেও ইরানের সামনে শেষ ১৬তে যাওয়ার হাতছানি ছিল। ড্র করার জন্য শুরু থেকে রক্ষণে জোর দিয়েছিল তারা। আর এই সুযোগে অ্যামেরিকা একের পর এক আক্রমণ চালায়। ৩৪ মিনিটে পুলিসিচ অ্যামেরিকার হয়ে গোল করেন।
এরপর গোল শোধ দেয়ার জন্য ইরান আক্রমণাত্মক খেলেছিল। কিন্তু অ্যামেরিকার রক্ষণ ভাঙতে পারেনি। এক গোলেই হেরে যায় ইরান। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে অ্যামেরিকা দ্বিতীয় দল হিসাবে এই গ্রুপ থেকে নকআউট পর্বে গেল।
জিএইচ/এসজি (নিউজ১৮ স্পোর্টস)