1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলেকট্রিক গাড়ি : শীর্ষে নরওয়ে

লারস ব্যাভানজার, অসলো / এআই২০ নভেম্বর ২০১৩

ইউরোপে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ নরওয়ে৷ আবার ইলেকট্রিক গাড়ি বিক্রির তালিকাতেও সেদেশের অবস্থান শীর্ষে৷ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা এসব গাড়ি বিক্রিতে সহায়ক ভূমিকা রাখছে, মনে করেন বিশেষজ্ঞরা৷

https://p.dw.com/p/1AKkL
A model poses with Porsche's new 911 Carrera S (type 991) at the 42nd Tokyo Motor show in Tokyo on November 30, 2011. Energy-saving electric cars with advanced green technology were vying for attention as the Tokyo Motor Show opened, with robots and computers becoming ever more part of the vehicles on display. AFP PHOTO / TOSHIFUMI KITAMURA (Photo credit should read TOSHIFUMI KITAMURA/AFP/Getty Images)
ছবি: Toshifumi Kitamura/AFP/Getty Images

বাজারে নতুন আসা ইলেকট্রিক গাড়ি নিশান লিফ কারের একজন গর্বিত মালিক এসপেন এন্ডারসেন৷ এবছর ইলেকট্রিক গাড়ি কেনা চার হাজার নরওয়েজিয়ানের একজন তিনি৷ ২০১৩ সালে সেদেশে বিক্রি হওয়া গাড়ির নয় শতাংশ ইলেকট্রিক কার৷

এন্ডারসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘নরওয়েতে করের কারণে গাড়ির দাম বেশ চড়া৷ অন্যান্য দেশের তুলনায় এখানে গাড়ি কিনতে প্রায় দ্বিগুন অর্থের প্রয়োজন হয়৷ তবে ইলেকট্রিক গাড়ির উপর বলতে গেলে কোনো করই নেই৷ ফলে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ির দামের সঙ্গে এগুলোর মূল্যে বিশেষ পার্থক্য নেই৷''

The Denza electric car -- a joint creation by Daimler and Chinese manufacturer BYD -- is unveiled at Auto China 2012 car show in Beijing on April 23, 2012. Beijing is hosting the Auto China 2012 exhiition in which top world carmakers will roll out a host of new models as they scramble for an edge amid sharply slowing sales in the planet's largest automobile market. The show runs until May 2. AFP PHOTO / Ed Jones (Photo credit should read Ed Jones/AFP/Getty Images)
ছবি: Getty Images

এসপেন এন্ডারসেন এবং বাকি ইলেকট্রিক গাড়ির চালকরা আরো কিছু সুযোগসুবিধা ভোগ করেন৷ সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে, ইলেকট্রিক গাড়িগুলো রাস্তায় বাসের লেন ব্যবহার করতে পারে৷ ফলে নরওয়ের বড় শহরগুলোতে ব্যস্ত সময়ে ট্রাফিক জ্যাম অনেকটাই পরিহার করতে পারেন এসব গাড়ির চালকরা৷

দশ বছর ধরে সংগ্রামের ফসল

নরওয়েতে গত তিন বছর ধরে ইলেকট্রিক গাড়ি বিক্রির হার দ্রুত বাড়ছে৷ এই সাফল্যের পেছনে অবশ্য কাজ করছে ইলেকট্রিক গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন সংগঠনের দীর্ঘ দিনের প্রচেষ্টা৷ নরওয়ের ইলেকট্রিক ভেহিক্যাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট স্নোরে স্লেটভোল্ড এই বিষয়ে বলেন, ‘‘গাড়ি বিক্রিতে সুযোগ সুবিধা পেতে দীর্ঘ সময় লেগেছে৷ শুরুটা হয়েছিল আমদানি এবং প্রথমবার রেজিস্ট্রেশনের কর বাতিলের মধ্য দিয়ে৷ এখন আমরা বিনা খরচায় পার্কিং এবং টোলের রাস্তায় বিনা খরচে গাড়ি চালানোর মতো সুযোগ সুবিধা পাচ্ছি৷ আর শহরের মধ্যে বাসের লেনে চালানোর সুযোগতো রয়েছেই৷ এসব সুবিধা পেতে দশ বছর সময় লেগেছে৷''

Das neue Elektroauto des Daimler-Konzerns, der smart electric drive, fährt am Donnerstag (14.06.2012) durch Berlin. Der Elektrosmart kostet mit rund 23.000 Euro etwa 10.000 Euro mehr als die vergleichbare Benzin-Variante. Foto: Sebastian Kahnert dpa/lbn
ছবি: picture-alliance/dpa

ইলেকট্রিক গাড়ির বিক্রি দ্রুত বাড়ার ইতিবাচক প্রভাব পরিবেশের উপরও পড়তে শুরু করেছে৷ নরওয়েতে গত বছর গাড়ি প্রতি কার্বন নির্গমনের হার ছিল ১২৫ গ্রাম৷ এখন সেটা কমে দাঁড়িয়েছে গাড়ি প্রতি ১১৮ গ্রামে৷

বিপুল তেল উৎপাদন

তবে নিন্দুকরা বলছেন, কার্বন নির্গমন কমানোর এই হার নরওয়ের বিবেচনায় সমুদ্রে এক ফোঁটা পানি ফেলার মতো ব্যাপার৷ কেননা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে নরওয়ের অবদান বিশাল৷ নরওয়ে পৃথিবীর অষ্টম বৃহৎ অশোধিত তেল রপ্তানিকারক৷ গ্যাস রপ্তানির ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে তাদের অবস্থান তৃতীয়৷

‘ফ্রেন্ডস অব দ্যা আর্থ'' সংগঠনের নরওয়ে অংশের চেয়ারপারসন লারস হাল্টব্রেক্কেন এই বিষয়ে বলেন, ‘‘নরওয়েতে জন প্রতি ইলেকট্রিক গাড়ি ব্যবহারের হার অন্যান্য দেশের তুলনায় বেশি হলেও তা বিশ্ব বাঁচাতে যথেষ্ট নয়৷ বিপুল তেল এবং গ্যাস উৎপাদন করতে গিয়ে নরওয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি করছে৷''

হাল্টব্রেক্কেন জানান, সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত নরওয়ের তেল এবং গ্যাস খনিগুলো থেকে যে পরিমাণ কার্বন নির্গমন হচ্ছে তা ৪০ মিলিয়নের বেশি গাড়ি থেকে নির্গমিত কার্বন ডাই অক্সাইডের সমান৷

অন্যান্য সমালোচকরা বলছেন, ইলেকট্রিক গাড়ি যে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির তুলনায় খুব কম কার্বন নির্গমন করছে তা ভাবার কারণ নেই৷ এসব গাড়ির উৎপাদন ও সেগুলোর ব্যাটারি বিনাশ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস এবং তেল সংগ্রহের বিষয়াদি হিসেব করলে ইলেকট্রিক গাড়ির কার্বন নির্গমনের মাত্রা অনেকের ধারণার চেয়ে বেশি হবে৷

তবে জীবাশ্ম জ্বালানির অন্যতম রপ্তানিকারক হলেও নরওয়ের অভ্যন্তরীণ বিদ্যুৎ চাহিদা প্রায় পুরোটাই মেটাচ্ছে নবায়নযোগ্য হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎকেন্দ্রগুলো৷

উল্লেখ্য, গোটা বিশ্বের বিবেচনায় ইলেকট্রিক গাড়ির বিক্রি এখনো আশানুরুপ পর্যায়ে পৌঁছায়নি৷ আর এসব গাড়ি চার্জ করতে ব্যবহৃত বিদ্যুতের উৎস এখনো মূলত জীবাশ্ম জ্বালানি৷ তাই প্রকৃত অর্থে পরিবেশ রক্ষায় ইলেকট্রিক গাড়ি কতটা অবদান রাখতে পারছে সেটা এখনো বিতর্কিত এক বিষয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য