1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের উগ্র-ডানপন্থি নেতার সফরকে ঘিরে উত্তেজনা

১৪ ফেব্রুয়ারি ২০২২

ঘটনার সূত্রপাত এক ইহুদির বাড়ি পোড়ানোকে ঘিরে৷ তবে উত্তেজনা বেড়ে যায় ইসরায়েলের এক উগ্র ডানপন্থি নেতা সেখানে গেলে৷ শুরু হয় বিক্ষোভ৷ ছড়িয়ে পড়ে সংঘর্ষ৷

https://p.dw.com/p/46zXz
ছবি: Ahmad Gharabli/AFP/Getty Images

পূর্ব জেরুসালেমের শেখ জারা এলাকায় এক ইহুদির বাড়িতে আগুন লাগার পর থেকে সে এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে৷ ইসরায়েলের উগ্র ডানপন্থি দল ওৎসমা ইহুদিত পার্টির নেতা ইতামার বেন গ্ভির ঘোষণা দেন, সেখানে গিয়ে তিনি পার্টির অস্থায়ী কার্যালয় খুলবেন৷ রোববার সেখানে যান তিনি৷ তার আহ্বানে সাড়া দিয়ে উগ্রজাতীয়তাবাদী ইহুদিরাও আসতে থাকে৷ স্থানীয় ফিলিস্তিনিরা শুরু করেন বিক্ষোভ ৷ বেন গ্ভির-বিরোধী ইহুদিরাও যোগ দেন সেই বিক্ষোভে৷ দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ৷

জল কামান ব্যবহার করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ৷ এ সময় ১২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ তবে রেড ক্রিসেন্টের দাবি, কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে৷ এক ফিলিস্তিনি শিশুর আহত হওয়ার খবরও জানিয়েছে তারা৷

গত বছরও ফিলিস্তিনি আর ইসরায়েলিদের মধ্যে সংঘর্ষ হয়েছিল শেখ জারায়৷ সংঘর্ষের জেরে ১১ দিনের এক যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল আর হামাস৷

পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত

রোববার রাতে পশ্চিম তীরের সিলাত আল-হারিথিয়ার দুটি বাড়ি ধ্বংস করতে যায় ইসরায়েলের বাহিনী৷ গুলি করে দুই ইহুদিকে হত্যার অভিযোগে আটক দুই ফিলিস্তিনির বাড়ি দুটো ভাঙার আগেই কয়েক শ' ফিলিস্তিনি বিক্ষোভ শুরু করে৷ বিক্ষোভ মিছিল থেকে ইট-পাটকেল, পেট্রোল বোমা, এমনকি গুলিও ছোঁড়া হয় বলে ইসরায়েলি বাহিনীর অভিযোগ৷ এক সময় বিক্ষোভকারীদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে ১৭ বছর বয়সি এক ফিলিস্তিনি প্রাণ হারান৷ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রাণালয় জানিয়েছে, নিহত কিশোরের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে৷

এসিবি/ কেএম (এপি, এএফপি)