ইসরায়েলের বার্ষিক কাদা-দৌড়
প্রতি বছরের মতো এবারও ইসরায়েলের তেল আভিভে হয়ে গেলো কাদা দৌড়৷ প্রায় ছয় হাজার মানুষ দৌড়ান ১০ কিলোমিটার লম্বা এই ট্র্যাকে৷ মজার মজার কিছু ছবি দেখে নিন ছবিঘরে৷
পথে পথে বাধা
যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত তিনটি ট্র্যাক রয়েছে৷ এর সবগুলোতেই রয়েছে ১৮টি কৃত্রিম বাধা৷ কোথাও ঢালু পথ, কোথাও পানি, করা হয়েছে দৌড়বিদদের যাত্রাপথ কঠিন করে তোলার সব ব্যবস্থা৷
তবুও হাসি
একে তো কাদায় পিচ্ছিল পথ৷ তার ওপর নানা প্রতিবন্ধকতা৷ এক অংশগ্রহণকারীকে দেখা যাচ্ছে টায়ার দিয়ে আটকে রাখা পথ ঘোলাটে পানির নীচ দিয়ে পেরোতে৷ এতো কষ্টেও কিন্তু মুখের হাসিতে ভাটা পড়ছে না৷
আছাড় তো খেতেই হবে
এই দৌড়ে হারজিত নেই৷ লক্ষ্য একটাই, গন্তব্যে পৌঁছানো৷ ফলে অংশগ্রহণকারীরা একে অপরকে সহযোগিতা করছেন ঠিকই, কিন্তু লাভ কি হচ্ছে তাতে? উঁচুনীচু পথের কোথাও তো আছাড় খেতেই হবে৷
কেমন মজা!
পানিতে কাপড় ভিজলেই তা হয়ে ওঠে বেজায় ভারি৷ আর যদি তাতে কাদা লাগে, অবস্থা কী হতে পারে বোঝাই যাচ্ছে৷ এক অংশগ্রহণকারীকে দেখা যাচ্ছে পায়ের জুতা খুলে কাদা পরিষ্কার করতে৷ ভারি জুতা পায়ে দৌড়ানো সত্যিই কষ্টকর৷
শেষ দেখে তবেই ছাড়
এক অংশগ্রহণকারীকে দেখা যাচ্ছে এক পর্যায়ে পড়নের কাপড় খুলে দৌড়াতে৷ কাদায় পড়ে গিয়েও তাঁর চোখে আনন্দ৷ কোনো বাধাই পারবে না তাঁকে গন্তব্যে পৌঁছানো থেকে আটকাতে৷
অবশেষে...
শেষ পর্যন্ত এই বাধায় পূর্ণ পথ পেরিয়ে এসেছেন এক অংশগ্রহণকারী৷ তাঁর চোখে মুখে ফুটে উঠেছে ১০ কিলোমিটার কর্দমাক্ত পথ সাফল্যের সঙ্গে পেরোনোর আনন্দ৷