1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো শর্ত ভঙ্গের অভিযোগ

৪ আগস্ট ২০১৪

গাজায় আবার সাময়কি যুদ্ধবিরতি৷ আবার উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত অমান্য করে হামলার অভিযোগ৷ হামলায় ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে৷ ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ১৭৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷

https://p.dw.com/p/1CoO3
Nahostkonflikt Israel Rückzug aus dem Gazastreifen 3.8.2014
ছবি: Reuters/Nir Elias

সোমবার গাজার স্থানীয় সময় সকাল ১০টা থেকে আবার সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল৷ তবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হামলা বন্ধ রাখতে সম্মত হলেও ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল যে, এ সময়ে দক্ষিণ গাজার রাফা অঞ্চলে তাদের অভিযান চলবে৷''

Beschuss von UN-Schule im Gazastreifen 03.08.2014
ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ১৭৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেনছবি: picture-alliance/dpa

আংশিক এ যুদ্ধবিরতি নিয়ে শুরুতেই সন্দেহ প্রকাশ করে হামাস৷ সংগঠনটির মুখপাত্র সামি আল জুহরি বলেন, ‘‘হতাযজ্ঞ থেকে সবার নজর অন্যদিকে সরিয়ে রাখার জন্যই এ যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল৷ আমরা ওদের বিশ্বাস করি না৷ জনগণকে এ সময়েও সতর্ক থাকতে হবে৷

এদিকে ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গ করে হামলার অভিযোগ তোলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়৷ মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শাতি শিবিরে চালানো ইসরায়েলের হামলায় ১৫ জন আহত হয়েছে, আহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু৷ ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এ অভিযোগ যাচাই করে দেখছেন৷

জাতিসংঘ পরিচালিত এক স্কুলে ১০জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর ইসরায়েলের কঠোর সমালোচনা করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র৷ জাতিসংঘের মহাসচিব বান কি-মুন এ হামলার নিন্দা জানাতে গিয়ে বলেন, ‘‘এটা নৈতিকতার চূড়ান্ত অবমাননা, এটা অপরাধমূলক কাজ৷'' জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়ার পরই মূলত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল৷ তার আগে শুক্রবারও সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি প্রকাশ করেছিল দেশটি৷ তবে কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় নতুন করে হামলা চালানো হয়৷ শর্ত মেনে যুদ্ধবিরতি বজায় না রাখার জন্য তখন হামাসকে দায়ী করেছিল ইসরায়েল৷ তবে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে আবার শর্ত ভঙ্গের অভিযোগ তোলার পর থেকে ইসরায়েল এখনো পাল্টা অভিযোগ করেনি৷

গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়েছিল গত ৮ জুলাই৷ হামলায় এ পর্যন্ত অন্তত ১৭৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ ইসরায়েল জানিয়েছে, এ যুদ্ধে তারা ৬৭ জন সেনাসদস্যকে হারিয়েছে৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি,এএফপি, ডিপিএ)