ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে ফিলিস্তিনি নারী
নানারূপে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভে শামিল হন নারীরা৷ প্রত্যক্ষ লড়াই, চিকিৎসাসেবা, উৎসাহ দাতা শিল্পী, খাবার তৈরি ও সরবরাহকারী– কোথায় নেই ফিলিস্তিনের ‘ইন্তিফাদা’য় অংশ নেওয়া নারীরা!
টিয়ার গ্যাসের কবলে
ফিলিস্তিন-ইসরায়েল সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা টিয়ার গ্যাস ছোঁড়ে৷ সেই গ্যাসের কারণেই বিক্ষোভকারী ফিলিস্তিনি নারী আয়া’র চোখ জল৷ ছবিটি এপ্রিলের ২০ তারিখে তোলা৷
পুরুষের পাশাপাশি
নারী বিক্ষোভকারী আয়া আগুন জ্বালিয়ে টায়ার নিয়ে ঠিক পুরুষ সহযোদ্ধাদের মতনই বিক্ষোভে অংশ নিচ্ছেন৷
চিকিৎসাসেবা
বিক্ষোভে আহতদের প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছেন শরোখ আবু মুসামেহ নামের এই ফিলিস্তিনি নারী৷
অক্সিজেন
টিয়ারগ্যাস আক্রান্ত একজনকে অক্সিজেন মাস্ক দিচ্ছেন শরোখ আবু মুসামেহ৷
লড়াইয়ে নিজের সাজ
লড়াইয়ের এক ফাঁকেই নিজের জন্য সময় বের করে মাথার স্কার্ফ ঠিক করে নিচ্ছেন চিকিৎসাসেবা কর্মী শরোখ আবু মুসামেহ৷
শিল্পীর সহযোগিতা
ফিলিস্তিনি শিল্পী রেহাম আল-এমাবি ইসরায়েলবিরোধী বিক্ষোভের সমর্থনে ছবি আঁকছেন৷
শিল্পীর সহযোগিতা
ফিলিস্তিনি শিল্পী রেহাম আল-এমাবি ইসরায়েলবিরোধী বিক্ষোভের সমর্থনে ছবি আঁকছেন৷
ফেইস পেইন্ট
ফিলিস্তিনের শিল্পী আল-এমাবি ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া একটি মেয়ের মুখে ছবি আঁকছেন৷
পানি বা জীবন
তাহিয়া কয়দেহ নামের এই ৪৯ বছর বয়সি নারী বিক্ষোভকারীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করছেন৷
খাবার
বিক্ষোভরতদের তাঁবুতে খাবার দিয়ে সহযোগিতা করতে ময়দা নিয়ে যাচ্ছেন এই ফিলিস্তিনি নারী৷
রুটি তৈরি
বিক্ষোভকারীদের ক্ষুধা নিবারণে আটা ছেনে রুটি তৈরিতে সহায়তা করছেন এক নারী৷
বিতরণ
রুটি ছেঁকে ক্ষুধার্ত বিক্ষোভকারীদের মধ্যে বিতরণ করছেন ফিলিস্তিনি নারীরা৷