ইসরায়েলের ‘রোবট মৌচাক’
ইসরায়েলের একটি স্টার্টআপ ‘রোবট মৌচাক’ আবিষ্কার করেছে৷ মৌমাছির দেখাশোনা থেকে শুরু করে তাদের খাবার দেয়া, মধু সংগ্রহ করা সব কাজ রোবট করে৷
রোবট মৌচাক
এটি একটি মৌচাক যাতে রোবট আছে৷ মৌমাছির দেখাশোনা থেকে শুরু করে তাদের খাবার দেয়া, মধু সংগ্রহ করা সব কাজ রোবট করে৷
স্টার্টআপের চেষ্টা
ইসরায়েলের স্টার্টআপ বিওয়াইজ রোবট মৌচাকের উদ্ভাবক৷ দেশটির উত্তরাঞ্চলের গ্যালিলি এলাকায় ‘বিহোম’ প্রকল্প বাস্তবায়ন করছে তারা৷ এর আওতায় ২৪টি রোবট মৌচাক পরিচালিত হচ্ছে৷
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিশ্বের প্রথম মধু
স্টার্টআপের কর্মকর্তারা বলছেন, মে মাসের শেষ নাগাদ তারা প্রকল্প থেকে প্রথম মধু সংগ্রহ করবেন৷ একে তারা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বিশ্বের প্রথম মধু’ বলছেন৷ কারণ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি মৌচাকের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখে৷
স্বয়ংক্রিয় পদ্ধতি
রোবটের সঙ্গে সেন্সর লাগানো আছে৷ তাই মৌচাকে কী হচ্ছে তা সঙ্গে সঙ্গে জানতে পারে রোবট৷ এছাড়া চিনি, পানি ও ওষুধ দেয়ার কাজও করতে পারে রোবট৷ সমস্যা মনে করলে মৌমাছি পালনকারী অ্যাপের মাধ্যমে সেটি জানতে পারেন৷ সমস্যার সমাধানও কম্পিউটারে বসে করা যায়৷ না হলে তখন গিয়ে সমাধান করতে হয়৷
পরিকল্পনা
ইতিমধ্যে ইসরায়েলে একশ’র বেশি রোবট মৌচাক কাজ করছে৷ যুক্তরাষ্ট্রেও কয়েকটি পাঠানো হয়েছে৷ তবে ইউরোপের বাজার ধরার পরিকল্পনা করা হচ্ছে৷ ২০১৮ সালে চালু বিওয়াইজ স্টার্টআপের কর্মী সংখ্যা প্রায় ১০০৷ ইতিমধ্যে ৭০০ কোটি টাকা বিনিয়োগ সংগ্রহ করেছে বিওয়াইজ৷
মৃত্যু হার কমাতে সহায়ক
জেরুসালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের মৌমাছি গবেষণা কেন্দ্রের অধ্যাপক শ্যারনি শাফির বলেন, অনেকসময় একজন মৌমাছিপালনকারী কয়েক মাস পর মৌচাকের ভেতরের অবস্থা সম্পর্কে জানতে পারেন৷ ততদিন অনেক মৌমাছি মরে যায়৷ কিন্তু রোবটের কারণে মৌচাকের অবস্থা তৎক্ষণাৎ জানা যায়৷ তাই রোবট মৌচাক মৌমাছির মৃত্যু হার কমাতে পারে৷