1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমকির মুখে সুন্দরী প্রতিযোগিতা

৩০ আগস্ট ২০১৩

ইন্দোনেশিয়ার বালিতে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’ বা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা৷ কিন্তু এবার, সেই আয়োজন শুরুর আগে এর একেবারে বিপক্ষে অবস্থান নিয়েছে ইসলামপন্থি দলগুলো, এমনকি স্বয়ং ধর্ম বিষয়ক মন্ত্রীও৷

https://p.dw.com/p/19Z3h
Philippinische Kandidatinnen posieren am 07.6.2012 im Bikini während der «Miss World Philippinen» Wahl in Manila. Der traditionelle Bikini-Auftritt fällt bei der diesjährigen Wahl der «Miss World» in Indonesien aus. Um die Gefühle der mehrheitlich muslimischen Bevölkerung in dem südostasiatischen Land nicht zu verletzten, dürften sich die Kandidatinnen bei dem Schönheitswettbewerb nicht zu knapp bekleidet zeigen, teilten die Veranstalter mit.EPA/DENNIS M. SABANGAN (zu dpa «Bikini-Verbot bei Miss-World-Wahl - Frauen treten mit Wickelrock auf» vom 06.06.2013)
আয়োজকরা ‘সুইম সুট' বা বিকিনি রাউন্ডটি প্রতিযোগিতা থেকে বাদ দেনছবি: picture-alliance/dpa

৮ই সেপ্টেম্বর৷ ইন্দোনেশিয়ার বালিতে বসতে যাচ্ছে তারার মেলা৷ বিশ্বের সব সুন্দরীদের পদচারণায় মুখরিত হতে চলেছে বালি৷ কিন্তু তার মাত্র এক সপ্তাহ আগেই কিনা বিনা মেঘে বজ্রপাত! আয়োজনকদের প্রতিযোগিতা বাতিলের আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী সুরিয়াধর্মা আলি৷ মুসলিম অধ্যুষিত দেশটিতে এ ধরনের আয়োজন উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি৷

মন্ত্রীবর অবশ্য গত সপ্তাহেই আয়োজনকদের জানিয়েছিলেন যে, তাদের দেশের শীর্ষ ধর্মীয় নেতারা এ আয়োজনের বিপক্ষে৷ এরপর আর কোনো তর্কে না গিয়ে আয়োজকরা ‘সুইম সুট' বা বিকিনি রাউন্ডটি প্রতিযোগিতা থেকে বাদ দেন৷

বৃহস্পতিবার রাতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী সুরিয়াধর্মা আলি জানান যে, সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠানের ঘোষণা করার পর থেকেই ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল এর তীব্র বিরোধিতা করে আসছে৷ তাঁদের মতে, ইসলাম ধর্মে বলা হয়েছে, নারীকে তাঁর দেহের বেশিরভাগ অংশই আবৃত রাখতে হবে৷

তবে ধর্ম বিষয়ক এই মন্ত্রীই প্রথম সরকারি কর্মকর্তা, যিনি এই প্রতিযোগিতার বিরুদ্ধে জনসমক্ষে বিরোধিতা করেছেন৷ তবে তাঁর মতকে সমর্থন জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা৷ তারা বলছে, নারীদেহ প্রদর্শনের এই আয়োজনে তাদের সমর্থন নেই৷ স্থানীয় আয়োজকরা অন্যদিকে বলছেন, মন্ত্রীর একার কথায় এত বড় আয়োজন ভেস্তে যেতে পারে না, কেন না এটা তাঁর আওতাধীন নয়৷ অনুষ্ঠানটিই অবশ্যই হওয়া উচিত৷

স্থানীয় সম্প্রচার প্রতিষ্ঠান আরসিটিআই-এর কর্পোরেট সেক্রেটারি আদজি এস সোরাথমাদজি বার্তা সংস্থা এএফপি-কে জানান, ইন্দোনেশিয়া কোনো ইসলামি রাষ্ট্র নয় এবং এ আয়োজনটিও কোনো ধর্ম সম্পর্কিত নয়, বরং অনেকটাই সংস্কৃতি বিষয়ক৷

যদিও ইন্দোনেশিয়া একটি ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ৷ কিন্তু ইসলাম তাদের রাষ্ট্র ধর্ম নয় এবং সংবিধানে সব ধর্মের সমান মর্যাদা দেয়া হয়েছে৷

আগামী মাসের ২৮ তারিখে জাকার্তায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হওয়ার কথা৷ সেসময় অনুষ্ঠানস্থলে বিক্ষোভের ডাক দিয়েছে কট্টরপন্থি ইসলামি গ্রুপ ইসলামিক ডিফেন্ডারর্স ফ্রন্ট৷

প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড' সুন্দরী প্রতিযোগিতাটি যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই হিন্দু অধ্যুষিত বালি দ্বীপটি পর্যটনস্থান হিসেবে বেশ জনপ্রিয়৷ সেখানে প্রায়ই সূর্যস্নানের জন্য বিকিনি পড়ে নারীরা সৈকতে বসে থাকেন এবং এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনোদিন প্রতিবাদও করেননি৷

এপিবি / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য