ইহুদি বিদ্বেষ রোধে বিশেষ উদ্যোগ
১৪ মার্চ ২০১৯সাম্প্রতিক সময়ে বার্লিনে ইহুদি বিদ্বেষের বেশ কিছু ঘটনা ঘটেছে৷ এরমধ্যে একটি স্কুলে এক ইহুদি শিক্ষার্থীকে নিগ্রহ থেকে ফিলিস্তিনিদের এক প্রতিবাদ কর্মসূচিতে ইসরায়েলের প্রতীক পোড়ানোর মতো ঘটনা রয়েছে৷ এধরনের ঘটনা রোধে ৬৩ পাতার এক পরিকল্পনা ঘোষণা করেছে বার্লিন রাজ্য৷
তবে প্রশ্ন উঠেছে পুরো দেশের বদলে কেন একটি রাজ্য এমন উদ্যোগ নিচ্ছে৷ বার্লিনের বিচার এবং বৈষম্য রোধ বিষয়ক সিনেটর ডির্ক বেরেন্ডটবিষয়টির ব্যাখ্যা করতে গিয়ে জানান জার্মানিতে শিক্ষা এবং আইনের প্রয়োগের বিষয়াদি রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে৷ ফলে ইহুদি বিদ্বেষেররোধে একটি রাজ্যে এগিয়ে আসার বিষয়টি অস্বাভাবিক কিছু নয় বলে মত দেন তিনি৷
বেরেন্ডট অবশ্য এটাও স্বীকার করেছেন যে, বার্লিনে ইহুদিবিদ্বেষের ঘটনা বেড়ে যাওয়ায় এই বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সাম্প্রতিক বছরগুলোতে বার্লিনে ইহুদি বিদ্বেষ এবং ঘৃণা বেড়েছে৷ কিছু ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে৷’’
ইহুদিবিদ্বেষ বিষয়ক তথ্য সংগ্রহ করা বার্লিনভিত্তিক এনজিও আরআইএএস-এর পরিসংখ্যান বলছে ২০১৮ সালের প্রথম ছয়মাসে বার্লিনে ৫২৭টি ইহুদিবিদ্বেষের ঘটনা ঘটেছে৷ আগের বছর একইসময় এই সংখ্যা ছিল ৫১৪৷ বার্লিন এ ধরনের ঘটনা রোধে মূলত তরুণ প্রজন্মকে এই বিষয়ে আরো শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে৷ এছাড়া ভুক্তভোগীদের নিরাপত্তা প্রদানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গবেষণাতেও এই প্রকল্প থেকে অর্থ বরাদ্দ করা হবে৷
উল্লেখ্য, বার্লিনে ইহুদিবিদ্বেষের ঘটনাগুলোর মধ্যে যেগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে সেগুলোর কয়েকটির সঙ্গে মুসলমান তরুণদের সম্পৃক্ততা রয়েছে৷ ফলে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, বার্লিনে এমন একটি প্রজন্ম গড়ে উঠছে যাদের ইহুদিদের বিষয়ে স্বচ্ছ ধারণা নেই৷ এমনকি স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে বার্লিনে প্রতি দশজন স্কুলশিক্ষার্থীদের জন্য চারজনই আউৎসভিৎস সম্পর্কে কিছুই জানেন না৷
জেফারসন চেজ/এআই