1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদ উল আজহা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ অক্টোবর ২০১৩

বাংলাদেশে রাজনৈতিক সংকটের মধ্যেও ঈদ উল আজহার প্রস্তুতি শেষ হয়েছে৷ বুধবার উদযাপিত হচ্ছে মুসলমানদের ধর্মীয় এই উত্‍সব৷ এবার রাজনৈতিক কারণে ঈদের জামাতগুলোতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/19zfm
ছবি: AP

রাজধানীর লঞ্চ, ট্রেন আর বাস স্টেশনে এখনও ঘরমুখো মনুষের ভিড়৷ পশুর হাটেও চলছে শেষ মুহূর্ত পর্যন্ত কোরবানির পশু কেনা৷ বুধবারে ঈদ উল আজহার নামাজের জন্য জাতীয় ঈদগাসহ সারা দেশের ঈদগা এবং মসজিদগুলো পুরোপুরি প্রস্তুত৷ মঙ্গলবার ঢাকার ঈদগার প্রস্তুতি দেখতে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সন্তোষ প্রকাশ করলেও, রাজনৈতিক প্রশ্নের মুখোমুখি হন৷ তিনি আশা করেন, রাজনৈতিক সংকটের মাঝেও দেশবাসী আনন্দে ঈদ উদযাপন করতে পারবেন৷

এবার ঈদগায়ের নিরাপত্তা চোখে পড়ার মতো৷ সিসিটিভি, ডগ স্কোয়াড, মেটাল ডিটেকটর – সব কিছুই কাজে লাগানো হচ্ছে৷ পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন, সব দিক বিবেচনায় রেখেই এবার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ শুধু ঢাকা নয়, সারা দেশেই বাড়তি নিরপত্তার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর৷ পুলিশ কমিশনার জানান, কোনো ধরণের নাশকতার আশঙ্কা না থাকলেও তা একেবারে উড়িয়ে দেয়া যায় না৷ ঈদের নামাজের সময় ব়্যাব পুলিশের দৃশ্যমান টহল ছাড়াও থাকছে গোয়েন্দা নজরদারি৷

Bildergalerie Religiöse Feste in Bangladesch
‘ঈদে পশু কোরবানির মানে হলো মনের পশুকে কোরবানি করা’ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

এদিকে মিরপুর মসজিদের ইমাম মাওলানা মুফতি মো. এহসানুল হক ডয়চে ভেলেকে জানান, দেশের এক চরম সংকটকালে এবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে৷ তিনি বলেন, এই ঈদে পশু কোরবানির মানে হলো মনের পশুকে কোরবানি করা৷ নিজের সব দোষকে কোরবানি করা৷ ব্যক্তি, সমাজ এবং জাতীয় জীবনে এখন যে হিংসা, বিদ্বেষ, সংঘাত চলছে তা যদি কোরবানি দেয়া যায়, তাহলেই কোরবানি স্বার্থক হবে৷ তাঁর কথায়, দেশের বড় দুই রাজনৈতিক দল কেউ কাউকে ছাড় দিচ্ছে না৷ অথচ তাদের উচিত কোরবানির আদর্শে উজ্জীবিত হয়ে দেশের মানুষের কল্যাণ চিন্তা করে সংঘাত এড়িয়ে সমঝোতার দিকে যাওয়া৷

ওদিকে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তাঁরা আশা করেছেন যে, সবার ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে৷ বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও তাঁর বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ঈদের আনন্দ সবার পক্ষে উপভোগ করা সম্ভব হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য