1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদযাত্রায় মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ

১৪ জুন ২০২৪

ভোর থেকে ঈদযাত্রায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে৷ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে কয়েকগুণ৷

https://p.dw.com/p/4h1Kp
সড়কের দুইপাশে যানজটে আটকে থাকা গাড়ি
শুক্রবার ঢাকা থেকে বের হওয়ার পথে ছিল তীব্র যানজটছবি: DW

গতকাল অনেক শিল্পকারখানার ছুটি হয়েছে৷ তবে বৃষ্টির কারণে এসব কর্মজীবীরা বাসা থেকে বের হয়নি৷ তাদের অনেকেই আজ শেষরাত ও ভোর থেকে গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন৷ গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানা আজ ছুটি হয়ে যাওয়ার কথা রয়েছে৷ ধারণা করা হচ্ছে, বিকেলে মানুষের চাপ আরও কয়েকগুণ বেড়ে যাবে৷

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়ক থেকে চন্দ্রা পর্যন্ত থেমে থেমে চলেছে যানবাহন৷ কালিয়াকৈর-নবীনগর সড়কে কবিরপুর থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈরে খাড়াজোরা পর্যন্ত কোথাও দেখা গেছে দীর্ঘ যানজট৷ যাত্রীরা যে যেভাবে পারছেন, বাড়ি যাওয়ার চেষ্টা করছেন৷ কেউ বাসে, কেউ ট্রাক, পিকআপ বা ফিরতি পশুবাহী ট্রাকে বাড়ি ফিরছেন৷ তবে পিক-আপের গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে৷ বিশেষ করে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, নাটোরের লোকজনকে ঝুঁকিপূর্ণ পরিবহনগুলোতে উঠতে দেখা গেছে৷ স্বাভাবিক সময়ের থেকে ভাড়া বেশি হাওয়ায় শিল্পকারখানা শ্রমিকেরা কম ভাড়ার আশায় ঝুঁকিপূর্ণ পরিবহন ব্যবহার করে বাড়ি ফিরছেন৷

উপর থেকে তোলা ছবিতে ফার্মগেটের ফাঁকা হয়ে যাওয়া সড়ক
ঈদের ছুটিতে শুক্রবার ঢাকার ভেতরে সড়কগুলো ছিল ফাঁকাছবি: DW

যাত্রীদের মধ্যে একই প্রবণতা দেখা গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার, ভোগরা বাইপাস, চান্দনা চৌরাস্তা, সালনা বাজার এলাকায়৷ এসব স্থানে সকাল থেকেই ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে৷

রাজধানী ঢাকা থেকে দক্ষিণবঙ্গ অভিমুখে যানবাহনের চাপ বেড়েছে৷ শুক্রবার ভোর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি দেখা যায়৷ দক্ষিণবঙ্গমুখী লেনে পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে প্রায় ছয় কিলোমিটার সড়কে যানজট রয়েছে৷ স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল দিতে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে৷ এ কারণে সেতু এলাকায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে৷

প্রায় পাঁচ ঘণ্টা পরেবঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যান চলাচল স্বাভাবিক হয়েছে৷ শুক্রবার দুপুর ১২টার দিকে কালিহাতী উপজেলার পৌলী এলাকায় ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলের মহাসড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চলতে দেখা যায়৷ দিন কয়েকটি ছোটখাটো সড়ক দুর্ঘটনার কারণে সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে গাড়ি চলছিল৷ বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে মোট ৪০ হাজার ৯০৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে৷ এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা৷

স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরের ১৬টিসহ মোট ২১টি জেলার প্রায় ১২ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে৷ কিন্তু ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়৷ এতে বিপুল সংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে বাধে বিপত্তি, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, ভোগান্তির শিকার হয় ঈদ করতে ঘরে ফেরা মানুষ৷

এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান