ঈদের জামাতে করোনামুক্তির মোনাজাত
২১ জুলাই ২০২১ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারের কোরবানির ঈদের প্রধান জামাত হয়৷ মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ইমামতি করেন৷ মহামারির ষোল মাসে এর আগে তিনটি ঈদ হয়েছে৷ এবার কোরবানির ঈদ হচ্ছে বাংলাদেশে সংক্রমণের সবচেয়ে খারাপ এক সময়ে৷রোজার ঈদের তুলনায় বুধবার ঈদের জামাতে মানুষের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম৷ নামাজের আগে মসজিদের মাইকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়৷
বায়তুল মোকাররমে মসজিদের বাইরে ছিল নামাজে আসা মানুষের দীর্ঘ লাইন৷ ঈদ জামায়াতে শিশু ও বৃদ্ধদের অংশ নিতে নিরুৎসাহিত করা হলেও অনেকে সন্তানকে সঙ্গে নিয়ে ঈদের নামাজে এসেছেন৷ প্রবীণরাও বায়তুল মোকাররমে নামাজে অংশ নিয়েছেন৷
বায়তুল মোকাররমে প্রথম জামাতে ঈদের নামাজ পড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরপোরেশনের মেয়র ফজলে নূর তাপস৷
নামাজ শেষে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে তিনি, ‘‘সবাই কোরবানির বর্জ্য পরিচ্ছন্ন কর্মীর হাতে দেবেন৷ অনেক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত৷ ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ হবে৷’’ নিরাপত্তা জন্য বায়তুল মোকাররম এলাকায় পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবের গাড়িও দেখা যায়৷
দেশে ঈদের প্রধান জামাতটি হয় ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে৷ সেখানেই রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ সব শ্রেণি-পেশার মানুষ জামাতে নামাজ পড়েন৷ মহামারির কারণে গত তিনটি ঈদের মত এবারও তা করা যায়নি৷ তাছাড়া কিশোরগঞ্জের শোলাকিয়ার কিংবা দিনাজপুরের গোর-ই শহীদ ময়দানেও এবার ঈদের জামাত হয়নি৷
ঈদের আগের দিন করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে বাংলাদেশের ২০০জনের প্রাণ৷ এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে মোট ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন৷
ঈদের শুভেচ্ছা বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ পালনেও স্বাস্থ্যবিধি মানার কথা বলেছেন৷ রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘‘করোনার কারণে দেশের জনগণের জীবন ও জীবিকা আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি৷ আমি দেশের আপামর জনগণের প্রতি কুরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি৷”
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)