1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের সকালেও সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

২৮ জুন ২০২৩

বুধবার সকালে ঢাকায় ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে ঈদের দিনও।

https://p.dw.com/p/4T9vD
Bangladesh Unwetter Regen Sturm Zyklon Überschwemmung
প্রতীকী ছবি৷ ছবি: picture-alliance/dpa/EPA/A. Abdullah

আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকালেও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, "আগামীকাল সকালেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হবে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কমবেশি হবে।"

কাল সারাদিনই বৃষ্টি হতে পারে উল্লেখ করে আবদুর রহমান খান দ্য ডেইলি স্টারকে আরও বলেন, "কাল সকালে যে বৃষ্টি হবে, সারাদিনই থেমে থেমে তা অব্যাহত থাকতে পারে।"

গতকালও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আজও অব্যাহত আছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

বুধবার সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসের বিজ্ঞপ্তি থেকে দেশের আটটি বিভাগের ৪৪টি স্থানের পরিস্থিতি জানা গেছে। গত ২৪ ঘণ্টায় সেই ৪৪ স্থানের মধ্যে দিনাজপুর ছাড়া বাকি ৪৩ স্থানেই বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে রাজধানীতে হয়েছে বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। আর সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে।

জেকে/কেএম  (দ্য ডেইলি স্টার)