উইম্বলডন ফাইনালে জার্মান লিসিকির পরাজয়
৭ জুলাই ২০১৩মাত্র দেড় ঘণ্টায় ৬-১, ৬-৪ সেটের পরিষ্কার ব্যবধানে হেরে যান চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে আলোচনায় আসা লিসিকি৷ ফলে ১৭ বছর পর জার্মানির কোনো নারীর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, সেটা হাওয়ায় উড়ে গেলো৷
অন্যদিকে, লিসিকির প্রতিপক্ষ ২৮ বছরের বার্তোলির এটাই প্রথম উইম্বল্ডন শিরোপা৷ একইসঙ্গে সেটা তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও বটে৷ এর আগে ২০০৭ সালে উইম্বল্ডনের ফাইনালে উঠেছিলেন ব়্যাংকিংয়ে ১৫ নম্বরে থাকা বার্তোলি৷ তবে সেবার ভেনাস উইলিয়ামের কাছে হেরে যান তিনি৷
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন ব়্যাংকিংয়ে ২৩ নম্বরে থাকা লিসিকি৷ বিষয়টা জার্মানদের কাছে বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার মতোই গুরুত্ব পাচ্ছিল৷ অনেকে মনে করেছিলেন স্টেফি গ্রাফ আর বরিস বেকারের পর আবারও হয়ত জার্মান টেনিসে স্বর্ণযুগ ফিরে আসতে চলেছে৷
ব্রিটিশ মিডিয়াতেও লিসিকিকে নিয়ে কম হুড়োহুড়ি হয়নি৷ ব্রিটিশরা সব কিছু নিয়ে বাজি ধরতে ভালোবাসে, খেলাধুলো নিয়ে তো বটেই – সেই বুকি মানে সাট্টাওয়ালাদেরও ফেবারিট ছিলেন জার্মান তরুণী৷
অবশেষে এই প্রত্যাশার চাপই সামলাতে ব্যর্থ হলেন লিসিকি৷ ফলে গ্র্যান্ড স্ল্যাম জিততে আপাতত জার্মানদের আরও অপেক্ষা করতে হচ্ছে৷
জেডএইচ / ডিজি (রয়টার্স)