উগ্র ডানপন্থিদের অভিযোগ: জার্মান ফুটবল দল ততটা জার্মান নয়
২ জুলাই ২০২৪জার্মানিতে চলছে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বা ইউরো ২০২৪৷ স্বাগতিক দলের সমর্থনে নেমেছেন রাজনীতিবিদেরাও৷ তবে ব্যতিক্রম উগ্র ডানপন্থি দল এএফডির কয়েকজন নেতা৷ তারা কটাক্ষ করে বলছেন, এবারের জার্মান দলটি ‘খুব বেশি রাজনৈতিকভাবে নির্ভুল’, বৈচিত্র্যময় এবং ততটা জার্মান নয়৷
রাজনৈতিক সমর্থন
ইউরোতে জার্মানির ম্যাচগুলোতে নিয়মিত উপস্থিত থাকছেন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ৷ এমনকি সোশ্যাল মিডিয়ায় সেলফিও দিচ্ছেন৷ তার সঙ্গে সেই সেলফিতে অন্যদের মধ্যে দেখা গেছে চ্যান্সেলর ওলাফ শলৎস, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজাকে৷ শলৎস এমনিতে সোশ্যাল মিডিয়াতে ততটা সরব না হলেও দলকে উৎসাহ যুগিয়েছেন৷ সাধারণভাবে এবারের আসর নিয়ে আয়োজক হিসেবে জার্মানি যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখিয়ে যাচ্ছে৷
এএফডির অবস্থান
উলটো দিকে অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি দলের রাজনীতিবিদদের মধ্যে উৎসাহের ঘাটতি দেখা যাচ্ছে৷ উগ্র-ডানপন্থি হিসেবে পরিচিত দলটি আশ্রয় ও অভিবাসন নিয়ে যথেষ্ট রক্ষণশীল৷ দলটির ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ দলটিকে ‘রাজনৈতিকভাবে নির্ভুল ভাড়াটে দল’ বলে মন্তব্য করেছেন৷ দলটির টুরিঙ্গিয়া রাজ্যের নেতা বিয়োর্ন হ্যোকে দলের বৈচিত্র্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একে ‘রংধনু মতাদর্শের’ বলে উল্লেখ করেছেন৷
দলে বৈচিত্র্য
জার্মানির ইউরো দলটিতে বেশ কয়েকজন বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছেন৷ যেমন, ইওনাটান টাহ, বেনিয়ামিন হেনরিকস, আন্টোনিও রুডিগার, ইলকায় গুনডোয়ান, এমেরি চান, ডেনিৎস উনডাফ, ভালডেমা আন্টন, লিরয় জানে ও জামাল মুসিয়ালা৷ দলটি জার্মানির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে৷ কারণ দেশটিতে সাড়ে আট কোটি মানুষের আড়াই কোটি বিদেশি বংশোদ্ভূত৷
একটি জরিপ ও প্রতিক্রিয়া
ইউরোর ঠিক আগে একটি জরিপ করা হয়েছিল৷ সেখানে অংশ নেয়া ২১ ভাগ জার্মান দলটিতে আরো শ্বেতাঙ্গ জার্মান দেখতে চান বলে জানিয়েছেন৷ এই সমর্থকদের ৪৭ ভাগ এএফডির সরাসরি সমর্থক৷ সে সময় এই দলকে প্রত্যাখ্যান করার আলোচনা শুরু হয় এই সমর্থকদের মধ্যে৷ এমন কথাও উঠেছে, নিজেদের অবস্থান প্রমাণ করতে এএফডি জার্মানির হার কামনা করছে৷ এখন দেখার বিষয় যদি জার্মানি ইউরোই জিতে যায় তাহলে এই সমর্থকদের প্রতিক্রিয়া কী হয়৷
আন্ড্রেয়াস স্টেন-সিমন্স/জেডএ