1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার গুপ্তচর উপগ্রহ নিয়ে সরব দক্ষিণ কোরিয়া

২২ নভেম্বর ২০২৩

পরীক্ষামূলকভাবে আকাশে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। জাপান এবং দক্ষিণ কোরিয়া এই তথ্য জানিয়েছে।

https://p.dw.com/p/4ZHxH
উত্তর কোরিয়ার উপগ্রহ
গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপন করেছে উত্তর কোরিয়াছবি: kcna/dpa/picture alliance

নিষিদ্ধ ব্যালেস্টিক মিসাইলের সাহায্যে আকাশে গুপ্তচর উপগ্রহ পাঠিয়েছে উত্তর কোরিয়া। সরব জাপান এবং দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনীর প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উত্তর কোরিয়া দক্ষিণ অভিমুখে একটি রকেট ছুঁড়েছে। যা আকাশে একটি গুপ্তচর উপগ্রহ প্রতিস্থাপন করার জন্য ছোঁড়া হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমও এই খবর স্বীকার করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবার এই কাজ করা হয়েছে। রকেটটি উৎক্ষেপন করার সময় রাষ্ট্রের প্রধান কিম জং উন স্বয়ং উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়া খবরটি স্বীকার করার পরেই হোয়াইট হাউস শক্তিশালী প্রতিক্রিয়া দিয়েছে। অ্যামেরিকা জানিয়েছে, তারা এই উপগ্রহ উৎক্ষেপনের তীব্র বিরোধিতা করছে। এই কাজ ওই অঞ্চলে শক্তিসাম্যে প্রভাব ফেলবে।

এর আগেই উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছিল, তারা ইয়েলো সি এবং কোরিয়া সাগরের অভিমুখে একটি সামরিক উপগ্রহ উৎক্ষেপন করবে। ১ ডিসেম্বরের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপন করা হবে বলে তারা জানিয়েছিল।

এর আগে মে এবং অগস্টে উত্তর কোরিয়া দুইবার মহাকাশে সামরিক উপগ্রহ পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু দুইবারই তা সফল হয়নি। অবশেষে নভেম্বরে তাদের পরীক্ষা সাফল্য পেল। গত মে এবং অগাস্ট মাসে টোকিও এবং ওয়াশিংটন একাধিকবার উত্তর কোরিয়াকে জানিয়েছিল, তারা যেন এই ধরনের পরীক্ষা আর না করে। করলে আরো বেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে কিম জং ইনকে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)