উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা
১৫ মে ২০১৭কোরীয় উপত্যকা এবং যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি অশনীসংকেত বলে জানিয়েছেন তারা৷
‘বড় ধরনের ভারী পারমাণবিক ওয়ারহেড’ বহনের সক্ষমতা যাচাই করতে নতুনভাবে তৈরি একটি মধ্য থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ তাদের প্রতিবেদনে জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পর তাদের নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের ক্ষমতাকে যেনো ছোট করে না দেখা হয়৷
রবিবার নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে কেসিএনএ৷ যেসব দেশের ‘পারমাণবিক অস্ত্র নেই’ তাদের ভীতি প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন কিম৷ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড উত্তর কোরিয়ার ‘হামলার আওতায়’ আছে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি৷
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার পূর্ব সীমান্তের কাছে সাগরে গিয়ে পড়ে৷ কেসিএনএ জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় যেন বিঘ্ন না ঘটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের সময় সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল৷
দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জে-ইন বুধবার দায়িত্ব গ্রহণের পর উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করার প্রতিশ্রুতি দেন৷ তার কয়েকদিনের মধ্যেই উত্তর কোরিয়া নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল৷
তবে নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের উত্তর কোরিয়ার দাবিকে উড়িয়ে দিয়ে দক্ষিণ কোরিয়া বলেছে, এই ক্ষেপণাস্ত্রে প্রযুক্তিগত কোনো উন্নতি নেই৷ দক্ষিণ কোরিয়ার এক সেনা মুখপাত্র জানান, এর সম্ভাবনা খুবই কম বলে তাদের বিশ্বাস৷ তবে ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণকে দক্ষিণ কোরিয়ার জন্য একটি সংকেত বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র৷
উত্তর কোরিয়া একটি নতুন ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে কাজ করছে যেটি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম, এটি আট হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে৷ বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া যে ধরনের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে তাতে তারা কয়েক বছরের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে৷
বিশেষজ্ঞরা জানিয়েছেন, রবিবার পরীক্ষা করা নতুন ক্ষেপণাস্ত্রটির নাম হোয়াসং-১২, উপরের দিকে দুই হাজার ১১১ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত উঠে ৭৮৭ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে এটি৷ প্রচলিত গমনপথ অনুসরণ করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলে এটি অন্তত ৪,০০০ কিলোমিটার (২,৫০০ মাইল) পথ অতিক্রম করতো বলে তাঁদের ধারণা৷
উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ
গত বছর পারমাণবিক অস্ত্র নিমার্ণ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করেছে , এই অভিযোগে দেশটির বিরুদ্ধে সম্প্রতি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের অনুরোধের ভিত্তিতে নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)