1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন

২৮ সেপ্টেম্বর ২০১০

উত্তর কোরিয়ার ভবিষ্যত নেতার তালিকায় এবার আসল নতুন মুখ৷ বর্তমান নেতা কিম জং ইল তাঁর কনিষ্ঠ ছেলে কিম জং উনকে পুরোদস্তুর জেনারেল পদে উন্নীত করেছেন৷ আজ থেকে তাঁর হাতেই যাচ্ছে উত্তর কোরিয়ার নেতৃত্ব৷

https://p.dw.com/p/PO7l
Kim Jong Il in Pyongyang
ছবি: AP

নতুন নেতা নির্বাচন

শেষ পর্যন্ত কিম জং ইলের কনিষ্ঠ পুত্র কিম জং উন উত্তর কোরিয়ার নতুন নেতা হিসেবে দায়িত্ব পেলেন৷ আজই আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করা হয়েছে৷ ২৯ বছর বয়সী কিম জং উনকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে৷ বিশ্লেষকদের মতে বাবার মতই একদিন দেশের হাল ধরবে কনিষ্ঠ পুত্র কিম জং উন৷

ইতিহাসের পুনরাবৃত্তি

কম্যুনিস্ট শাসিত উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন শুরু হতে যখন আর মাত্র কয়েক ঘন্টা বাকি ঠিক তার আগে এই নতুন সিদ্ধান্ত নিলেন কিম জং ইল৷ উল্লেখ্য, ঠিক ৩০ বছর আগে ১৯৮০ সালে সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্কার্স পার্টির৷ এবং সেখানে তৎকালীন উত্তর কোরিয়ার নেতা কিম ইল সুং ছেলে কিম জং ইলকে তাঁর উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করেছিলেন৷

North Koreans mark the 62nd anniversary of their country
উত্তর কোরিয়ার ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার মিছিলছবি: AP

কারণ ৬৮ বছর বয়স্ক কিম জং ইলের বর্তমান শারীরিক অবস্থা ভালো নয়৷ দুই বছর আগে কিম জং-এর স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর উত্তরাধিকার কে হবেন সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল৷ অসুস্থ কিম জং ইল তাঁর পরবর্তী উত্তরাধিকার হিসেবে কাকে নিয়োগ দেন সেটার দিকে নজর রাখছিল সারা বিশ্ব৷ চলতি মাসের প্রথমার্ধে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে দেন নেতা কিম জং ইল৷ বলা প্রয়োজন, সামরিক বাহিনীর কর্তৃত্ব যাঁর হাতে থাকে সরকারের এবং দলের লাগামও তাঁরই হাতে থাকে৷ তাই কিম জং উনের জেনারেল হিসেবে নিয়োগ দলের নেতৃত্বের জন্যই করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

রহস্যে ঘেরা উন

উত্তর কোরিয়ার নতুন এই নেতা সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু শোনা যায়নি৷ তাঁর বাকি দুই ভাইয়ের কথা শোনা গেলেও এতদিন ধরে কিম জং উনকে আড়ালে রাখা হয়েছিল৷ তবে জানা গেছে, কিম জং উনের স্কুল জীবন কেটেছে সুইজারল্যান্ডে৷ বয়স মাত্র ২৭৷ এতদিন উত্তর কোরিয়ার নতুন এই নেতার দেখাশোনা করেছেন কিম জং ইলের অত্যন্ত আস্থাভাজন কিছু লোক৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য