1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়া

৯ জুলাই ২০১২

উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের৷ দেশটির উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে অ্যামেরিকা৷ তারপরও এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেল মিকি মাউস এবং উইনি দ্য পু'র মতো পশ্চিমা চরিত্রগুলোকে৷

https://p.dw.com/p/15Ty6
ছবি: Reuters

মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে এখনও এক ধরণের যুদ্ধাবস্থা বিরাজ করছে৷ কারণ তিন বছর ধরে যুদ্ধের পর ১৯৫৩ সালে দেশ দু'টি অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল৷ কিন্তু তারা কোনো শান্তি চুক্তি করেনি৷ এখন পর্যন্ত এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই৷ এছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে পিয়ংইয়ং'এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন৷ ফলে তাদের মধ্যে সম্পর্ক প্রায়ই বেশ উত্তপ্ত৷ অথচ এবার উত্তর কোরিয়ার নতুন নেতা কিম জং উন'এর সম্মানে আয়োজিত একটি সাংস্কৃতিক আসরে মঞ্চে দেখা গেছে পশ্চিমা জগতের বিশেষ করে অ্যামেরিকান চরিত্র মিনি মাউস, টিগার ও অন্যান্য চরিত্রগুলোকে নেচে-গেয়ে আনন্দ দিতে৷

Symbolbild Micky Maus
সম্ভবত বিশ্বের কোথাও আর মিকি মাউস’এর অভাব রইলো নাছবি: picture-alliance/dpa

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে ‘স্নো হোয়াইট', ‘ডাম্বো', ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট'সহ ডিজনি ছবিগুলোর নানা চরিত্র সেজে নাচ-গানের স্থির ছবি৷ উত্তর কোরিয়ার ঘটনাপ্রবাহ নিয়ে গবেষণা করেন দক্ষিণ কোরিয়ার অধ্যাপক কোহ ইয়ু-হোয়ান৷ তিনি উত্তরের মঞ্চে ডিজনি চরিত্রের সমারোহকে নতুন নেতা কিম উং উন'এর ভিন্ন ধারার ইঙ্গিত বলে মনে করছেন৷ তাঁর মতে, এসবকিছুর মাধ্যমে উন হয়তো চেষ্টা করছেন তাঁর পিতা এবং দাদার চেয়ে কিছুটা ভিন্ন ধারায় উত্তর কোরিয়াকে উপস্থাপন করতে৷ এছাড়া পশ্চিমা সংস্কৃতির প্রতি উত্তরের কড়া মনোভাব কিছুটা শিথিল করারও লক্ষণ বলে ধারণা ইয়ু-হোয়ানের৷

তবে পিয়ংইয়ং'এর ঐ সাংস্কৃতিক আসরে সরাসরি ডিজনি'র কথা উল্লেখ না করে বলা হয়, সেখানে উত্তর কোরিয়ার লোক সংস্কৃতি এবং কিছু বিদেশি গান রয়েছে৷ তবে উইনি দ্য পু এবং মিকি মাউস সেদেশের শিশুদের মাঝে বেশ জনপ্রিয় হলেও এটিই প্রথম সেখানকার কোনো বড় অনুষ্ঠানে দেখা গেল৷ এছাড়া ডাম্বো'র মতো গল্পগুলোকে উত্তর কোরিয়ার শিশুদের জন্য অনুবাদও করা হয়েছে৷

অবশ্য ওয়াল্ট ডিজনি'র প্রধান মুখপাত্র জেনিয়া মাচা জানিয়েছেন, মার্কিন বিনোদনমূলক শিল্পকর্মের স্রষ্টা ডিজনি প্রতিষ্ঠান থেকে উত্তর কোরিয়ায় ডিজনি চরিত্রগুলো ব্যবহারের জন্য কোনো অনুমোদন ছিল না৷

এএইচ / ডিজি (এপি)