উত্তর কোরিয়ায় করোনা রুখতে সেনা
১৭ মে ২০২২উত্তর কোরিয়ায় এখনো পর্যন্ত করোনার টিকাকরণ হয়নি। ফলে সেখানে মৃত্যুর হারও লাফিয়ে বাড়তে পারে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ রিপোর্ট তারা জানতে পারেনি।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, কিম জং উন করোনা মোকাবিলার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, করোনা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে দেশের স্বাস্থ্য কর্মকর্তারা। সে কারণেই সেনা বাহিনীর মেডিক্যাল ইউনিটকে বিষয়টি দেখতে বলা হয়েছে। বিশেষ করে রাজধানী শহরের পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে সেনাকে।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এখনো পর্যন্ত করোনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। জ্বর এবং করোনার উপসর্গ রয়েছে এমন মানুষের সংখ্যা তিন লাখ ৯২ হাজার ৯২০। সব মিলিয়ে এখনো পর্যন্ত ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সমস্ত রিপোর্ট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ডাব্লিউএইচও।
করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে জিরো কোভিড পলিসি নিয়েছিল উত্তর কোরিয়া। দেশের সীমান্ত বন্ধ করে রাখা হয়েছিল। দেশের ভিতরেও কঠোর নিয়ম চালু করা হয়েছিল। কিন্তু টিকাকরণ হয়নি। দক্ষিণ কোরিয়া একের পর এক করোনার ঢেউ দেখলেও উত্তর কোরিয়া বরাবরই জানিয়ে এসেছে, সেখানে করোনার সংক্রমণ ঘটেনি। গত সপ্তাহে উত্তর কোরিয়া প্রথম জানায় যে, সেখানে একজনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। তারপরেই তা দ্রুত ছড়াতে শুরু করেছে বলে আশঙ্কা।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)