1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আগে আলোচনার পক্ষে শলৎস

১১ ডিসেম্বর ২০২১

ইউক্রেন ইস্যুতে রাশিয়া সীমান্ত লঙ্ঘন করলে ইউরোপও তার জবাব দেবে বলে উল্লেখ করেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ তবে তার আগে শান্তি আলোচনা চালানোর পক্ষে তিনি৷

https://p.dw.com/p/448KW
ইউক্রেন ইস্যুতে রাশিয়া সীমান্ত লঙ্ঘন করলে ইউরোপও তার জবাব দেবে বলে উল্লেখ করেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ তবে তার আগে শান্তি আলোচনা চালানোর পক্ষে তিনি৷
প্যারিসে জার্মানির চ্যান্সেল অলাফ শলৎস ও ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁছবি: Eliot Blondet/abaca/picture alliance

চ্যান্সেলর হিসেবে প্রথম বিদেশ সফরে প্যারিস ও ব্রাসেলসে গেছেন ওলাফ শলৎস৷ ফরাসী প্রেসিডেন্ট মাক্রোঁ ছাড়াও বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে৷

শলৎস এমন এক সময়েচ্যান্সেলরের দায়িত্ব নিয়েছেন যখন ইউক্রেন সীমান্তে মস্কোর সৈন্য সমাবেশ নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে৷ গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে আগামী বছরের শুরুতে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হামলা চালাতে পারে৷ এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুটিনকে সতর্ক করেছেন৷ এমন অবস্থায় প্যারিসে শলৎস-মাক্রোঁ বৈঠকে স্বাভাবিকভাবেই এই ইস্যুটি প্রাধান্য পেয়েছে৷ রাশিয়া সত্যিই ইউক্রেনে হামলা চালালে ইউরোপীয় ইউনিয়নও যে বসে থাকবে না সেই অবস্থান ব্যক্ত করেন শলৎস৷ তিনি বলেন, ‘‘যদি সীমান্ত লঙ্ঘনের কোন ঘটনা ঘটে তাহলে এটা পরিষ্কার যে জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য অনেক দেশ এর জবাব দেবে৷’’

তবে তার আগে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পক্ষপাতী শলৎস৷ নরম্যান্ডিতে জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ইউক্রেনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আমাদের আলোচনার একটি ভালো ভিত্তি আছে যা পুনরুজ্জীবিত করা প্রয়োজন, উদাহরণস্বরুপ নরম্যান্ডি আলোচনার কথা উল্লেখ করা যায়৷’’ যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়া ইস্যুতে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়ানোর পক্ষে অভিমত ব্যক্ত করেছে ফরাসী প্রেসিডেন্টও৷

যেকোন পরিস্থিতিতে জার্মানি ও ফ্রান্স যেন অর্থনৈতিক, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে একই অবস্থানে থাকে তার উপর জোর দেন শলৎস৷ মাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে তিনি ব্রাসেলসে পৌঁছান৷ সেখানে গিয়ে তিনি ইউরোপের ঐক্য ধরে রাখার উপর জোর দেন৷ ইইউ প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন ও ইউরোপীয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করেন তিনি৷ রাশিয়া ছাড়াও তাদের আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে ছিল ইরানের পরমাণু চুক্তি, নর্ড স্ট্রিম ২ পাইপলাইন নিয়ে মতবিরোধ ও চীনের সঙ্গে সম্পর্ক৷ এইসব বিষয়ে ইইউর একক কৌশল নির্ধারণে জোর দেন শলৎস৷

এফএস/এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান