1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের রায়

৯ নভেম্বর ২০১০

ঢাকায় এক প্রতীকী আদালত জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বকে দায়ী করেছে৷আদালতের রায়ে এইজন্য উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/Q25U
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে এর প্রভাবছবি: Sophie Tarr

আদালতের প্রধান বিচারক বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে জানান, এই ক্ষতিপূরণ দিতে আন্তর্জাতিক আইন অনুযায়ি উন্নত বিশ্ব বাধ্য৷

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রতীকী আদালতে দেশের উপকুলীয় এলাকা বরগুনার ৪ জন জেলে জলবায়ু পরিবর্তনের ফলে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা তুলে ধরেন৷ প্রধান বিচারক ড. মিজান জানান, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয়ে জেলেরা মাছ ধরতে গিয়ে মারা পরছেন৷ তারা তাদের পেশা হারিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য হচ্ছেন৷ তাদের জীবন এবং জীবীকা এখন চরম হুমকির মুখে৷

আদালত তার রায়ে বলেন, এই ক্ষতির জন্য দায়ী উন্নত বিশ্ব ক্ষতিপূরণ দিতে বাধ্য৷

এক প্রশ্নের জবাবে ড. মিজান জানান, সারাবিশ্বে এবছর মোট ৮টি প্রতীকী আদালত বসবে৷ যার প্রথমটি হল বাংলাদেশে৷ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের ওপর চাপ সৃষ্টি করা হবে৷

আদালতে দেশের বিশিষ্ট আইনজীবী, পরিবেশ বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী এবং বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশ নেন৷ পর্যবেক্ষকদের মধ্যে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা