1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নয়ন ও হিন্দুত্বের বার্তা নিয়ে মোদীর দিল্লি পদার্পণ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৬ ফেব্রুয়ারি ২০১৩

তৃতীয়বার গুজরাটের মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদী৷ আলোচনা হয় রাজ্যের উন্নয়ন নিয়ে৷ বামপন্থী ছাত্ররা অবশ্য কট্টর হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়৷

https://p.dw.com/p/17YuY
Armed commandos secure Gujarat state Chief Minister Narendra Modi (C), accompanied by former Bharatiya Janata Party (BJP) President Rajnath Singh (L) and leader of opposition in Rajya Sabha Arun Jaitley (R), during the start of the 'Swami Vivekanand Uva Vikas Yatra' at Bechraji town, some 110 kms. from Ahmedabad, on September 11, 2012. The Intelligence Bureau (IB) has issued a fresh warning that militants may Gujarat Chief Minister Narendra Modi while undertaking his state-wide Vivekananda Yuva Vikas Yatra. AFP PHOTO / Sam PANTHAKY (Photo credit should read SAM PANTHAKY/AFP/GettyImages)
ছবি: Sam Panthak/AFP/GettyImages

বুধবার দিল্লিতে গুজরাটের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে দেখা করে রাজ্যের আটকে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন৷ ওঠে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর বাঁধ প্রকল্প এবং দিল্লি ও মুম্বইয়ের দামে গুজরাটের জন্য গ্যাস সরবরাহের দাবি৷ গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের আইনি লড়াই হলে গুজরাট জিতে যায়৷

গুজরাট নির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী রাতারাতি সর্বভারতীয় রাজনীতির এক ওজনদার ব্যক্তিত্ব হয়ে উঠেছেন৷ ২০১৪ সালের সাধারণ নির্বাচনে উন্নয়ন, সুশাসনকে মন্ত্র করে আর নিজের জনপ্রিয়তাকে মূলধন করে হিন্দুত্বের পতাকা হাতে আসরে নামার দিন গুনছেন তিনি৷

সেই লক্ষ্যে দিল্লিতে এসে তিনি প্রথমেই যুব সম্প্রদায়কে কাছে টানার চেষ্টা করেন৷ দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সের কয়েক হাজার ছাত্রছাত্রীর সামনে রাখলেন উন্নয়ন ও সুশাসনের পথনির্দেশিকা যার ভিত্তিতে তিনি গুজরাটকে সমৃদ্ধ রাজ্যে পরিণত করেছেন৷ বললেন, সব সমস্যার সমাধান হলো উন্নয়ন৷ এর বিকল্প নেই৷ দেশ বরবাদ হয়েছে ভোটব্যাংক রাজনীতির কারণে৷ আসলে দরকার উন্নয়নের রাজনীতি৷ দেশের রাজনীতি যদি উন্নয়নের হাত ধরে চলে, তাহলেই দেশে আসবে পরিবর্তনের জোয়ার৷

India's Gujarat state chief minister Narendra Modi, greets his supporters upon arriving at the party's state headquarters after casting his vote in the second phase of the state assembly elections in Ahmadabad, India, Monday, Dec. 17, 2012. Ninety-five seats go for polls on Monday in the second and last phase of the elections in which 19.8 million voters will decide the fate of 820 candidates including Modi, who is seeking his third term, according to local news agency Press Trust of India. (Foto:Ajit Solanki/AP/dapd)
‘হ্যাটট্রিক’ করার পর মোদী...ছবি: AP

তাঁর ভাষণে অন্তঃশীলার মতো ছিল হিন্দুত্ববাদের দর্শন৷ তবে সোচ্চার নয়৷ কট্টরপন্থীর তকমাটা তিনি লঘু করতে চেয়েছেন৷ বললেন, ‘‘আমি আশাবাদী৷ স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন, তা সাকার হবে যুব সমাজের মাধ্যমে৷ ভারত পরিণত হবে এক গ্লোবাল ব্র্যান্ডে৷''

নতুন বাণিজ্য মডেল নিয়ে বক্তব্য রাখতে মোদী শ্রীরাম কলেজ অফ কমার্সে গেলে গেটের বাইরে বামপন্থী ছাত্ররা মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়৷ মোদী সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে৷ বিক্ষোভকারীদের অভিযোগ গুজরাট দাঙ্গার পান্ডা মোদী যেন কলেজের সুস্থ বাতাবরণ কলুষিত না করেন৷

মোদী সমর্থক ছাত্ররা মনে করেন, মোদী অর্থনীতিটা ভালো বোঝেন, দক্ষ প্রশাসক এবং সিদ্ধান্তে অটল৷ তাই গুজরাটের বিকাশ মানচিত্রে ঘটেছে তারই প্রতিফলন৷ মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরতে বিজেপির মধ্যে চলেছে দ্বন্দ্ব৷ একাংশ মোদীর পক্ষে অন্য অংশ বিশেষ করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি চাইছে রাম মন্দির আন্দোলনকে ফের জাগিয়ে তুলতে৷ বিজেপির শীর্ষ নেতৃত্ব অবশ্য চান হিন্দুত্ব ও উন্নয়নের মধ্যে একটা ভারসাম্য রেখে আগামী সাধারণ নির্বাচন লড়তে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য