উপ নির্বাচনের মান আরও নিচে নেমে গেছে: নির্বাচন কমিশনার
১২ নভেম্বর ২০২০আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ঢাকা-১৮ উপ-নির্বাচন ভোটগ্রহণ হয় ৷ ভোটারদের ভোটকেন্দ্রে আসতে ‘বাধা দেওয়া হচ্ছে' , এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর৷ সেখানে পুলিশের সহযোগিতা ছিলো বলেও তিনি জানান৷
ধানের শীষ প্রার্থীর এসব অভিযোগ নাকচ করে দিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন৷ বিএনপির প্রার্থীর অভিযোগের কোনো সত্যতা পাননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা৷
ভোট চলাকালে ঢাকার গুলিস্তান, মতিঝিল, শাহাবাগ, নয়া পল্টনে সাতটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুলের বাইরে ককটেল বিস্ফোরণও হয়েছে৷
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগেও কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছেন৷ ঢাকার এই উপ নির্বাচন নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন৷ নির্বাচন ভবনে নিজের অফিস থেকে ‘ঢাকা-১৮ উপ-নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য' শিরোনামে এক লিখিত বিবৃতি পাঠিয়েছেন বৃহস্পতিবার বিকালে ৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তাঁর সেই বিবৃতিতে বিরোধী দলের অংশগ্রহণ, সমান আচরণবিধি প্রতিপালন ও প্রার্থীদের এজেন্ট উপস্থিতি বিবেচনায় ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ নির্বাচন মানের দিক থেকে ‘আরও নিচে নেমে গেছে' বলে উল্লেখ করেছেন৷ মাহবুব তালুকদার নির্বাচনী এলাকার নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করেছেন৷ পরিদর্শন করার পর তিনি মন্তব্য করেন, "এ নির্বাচন ‘মোটেই অংশগ্রহণমূলক হয়নি, কেবল একটু বুথ ছাড়া আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট কোনো কেন্দ্রে দেখিনি৷ কোনো গণতান্ত্রিক দেশের জন্য এরকম নৈরাজ্য প্রবণতা মোটেই কাম্য নয়৷” তিনি নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রত্যাশা করেন৷
এনএস/কেএম ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)