উপকূল অতিক্রম করছে মোকা
১৪ মে ২০২৩এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার কেন্দ্র ও ডান পাশ মিয়ানমারের দিকে যাওয়ায় বাংলাদেশের ঝুঁকি কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ মোকার মূল আঘাত মিয়ানমারেই। বাংলাদেশের উপকূল ছুঁয়ে এই ঘূর্ণি চলে যাবে প্রতিবেশী দেশের রাখাইন রাজ্যে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ''আমাদের উপকূলে সেন্টার পড়েনি। বাম পাশের অংশ আমাদের উপর পড়েছে। যে কারণে ক্ষতির পরিমাণ কমেছে।''
কুয়াকাাটা, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া পয়েন্ট সহ একাধিক জায়গায় প্রবল বাতাসসহ বৃষ্টি হচ্ছে। এখন মোকার অবস্থান উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায়।
উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং এগুলোর কাছের দ্বীপ ও চরগুলো ৮ নম্বর মহাবিপদসংকেতের আওতায় থাকবে।
কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নদীবন্দরগুলোকে ৪ নম্বর নৌ মহাবিপদসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে ১২ ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়া ২১৫ কিলোমিটার পর্যন্ত বেড়ে চলেছে। অতিপ্রবল ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি এলাকায় সমুদ্র অত্যন্ত উত্তাল রয়েছে।
কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজারের পর রয়েছে চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দর। এই দুই সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
আরকেসি/আরআর (দ্য ডেইলি স্টার)