‘ট্রিপল এফ’ মডেল
২২ ডিসেম্বর ২০১২সরকার ও ইউএনডিপি'র যৌথ উদ্যোগে ২০০৯ সাল থেকে চলছে এই প্রকল্প৷ এর আওতায় বরগুনার সোনাতোলা গ্রামের ৮০টি ভূমিহীন পরিবারকে সরকারি খাস জমি দেয়া হয়েছে৷ সেখানে তাঁরা পুকুর কেটে মাছ চাষ করছেন৷ আর পুকুর পাড়ে লাগিয়েছেন হরেক রকমের গাছ৷ এর ফলে সাগরের পানি আর সহজে জনবসতি এলাকায় ঢুকতে পারছে না৷ এতে করে চাষের জমি লবণাক্ত হওয়ার হাত থেকেও পাচ্ছে মুক্তি৷ অথচ এই প্রকল্প শুরুর আগে লবণাক্ততার কারণে সোনাতোলা গ্রামের বাসিন্দারা চাষাবাদের যোগ্য জমিগুলোতে কোনো কিছু ফলাতে পারতো না৷
জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানি বেড়ে যাওয়ায় উপকূলবাসীরা হারাচ্ছেন জমি৷ সঙ্গে রয়েছে নদী শুকিয়ে যাওয়া আর মাঝেমধ্যে সাইক্লোনের ছোবল৷ সাম্প্রতিক সময়ে ‘সিডর' আর ‘আইলা' তারই উদাহরণ৷
এসব কারণে শস্য উৎপাদন ইতিমধ্যে কমে গেছে প্রায় ৩০ শতাংশ৷ আর সাগরের পানি ঢোকা বন্ধ করতে না পারলে ২০৫০ সালের মধ্যে প্রায় ১৬ শতাংশ উপকূল এলাকা ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এর ফলে এই সময়ের মধ্যে উপকূলের প্রায় দুই কোটি মানুষ ক্ষুধা, দারিদ্র, আর গৃহহীন হয়ে পড়তে পারে৷
জলবায়ু পরিবর্তনের এই প্রভাব থেকে মুক্তি পেতে ইউএনডিপি আর সরকার ‘ট্রিপল এফ' পদ্ধতিতে কাজ করে যাচ্ছে৷ ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত এই প্রকল্পে সাড়ে তিনশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছে৷ এর আওতায় সরকার উপকূলীয় এলাকায় একটি বাঁধ নির্মাণ করেছে৷ সাগরের পানির ঢুকে পড়া বন্ধ করা আর জনগণকে ঝড় ঝঞ্জার হাত থেকে রক্ষা করতে এই বাঁধ দেয়া হয়েছে৷ এছাড়া, সাইক্লোন থেকে মুক্তি পেতে বেশি করে ম্যানগ্রোভ বন গড়ে তোলা হচ্ছে৷ অর্থাৎ লাগানো হচ্ছে গোলপাতা আর কেওড়া গাছও৷
যেসব ভূমিহীন পরিবারকে খাস জমি দেয়া হচ্ছে তারা বার্তা সংস্থা আইপিএস-কে বলেছেন, প্রকল্প শুরু হওয়ার আগে তাদের জীবিকা নির্বাহের সুযোগগুলো হারিয়ে যাচ্ছিল৷ এই প্রকল্পের কারণে তাঁরা এখন সাবলম্বী হয়ে উঠেছেন৷
বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একই সঙ্গে মাছ, সবজি আর ফলের চাষ করে অবস্থা বদলে গেছে এসব ভূমিহীন মানুষদের৷ এই ৮০টি পরিবারের একেকটির বাৎসরিক আয় এখন প্রায় লক্ষাধিক টাকার বেশি৷
সোনাতলা গ্রামের কৃষক হাসান ঘরামি বলছেন, তার অবস্থা এখন অনেক বদলেছে৷ প্রকল্পের আওতায় কাজ করে তাঁর নতুন ঘর হয়েছে৷ এছাড়া দিয়েছেন বোনের বিয়ে৷
প্রকল্প ব্যবস্থাপক ড. পরমেশ নন্দি জানিয়েছেন, উপকূলবর্তী লবণাক্ত এই জায়গাটিতে একটা সময় কোনো ফসলই ফলতো না৷ ‘ট্রিপল এফ' মডেল বাস্তবায়নের জন্য তাই বেছে নেয়া হয়েছে চারটি জেলার এমন পরিত্যাক্ত সব জায়গা৷
প্রকল্পের সফলতার খবর পৌঁছে গেছে বিশ্বের কাছেও৷ তাইতো ভারতের ‘টাইমস অফ ইন্ডিয়া' সম্প্রতি প্রকল্পটিকে দিয়েছে ‘আর্থ কেয়ার অ্যাওয়ার্ড'৷
জেডএইচ/ডিজি (আইপিএস)