উপসাগরীয় দেশগুলোতে আক্রান্ত বাড়ছে
৫ জুলাই ২০২০উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি৷ শনাক্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে৷ গত মাসে কারফিউ তুলে নেয়ার পর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করে৷ শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা ছিল চার হাজার ১০০ জন, মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ পাঁচ হাজার ৯২৯ জন৷ মারা গেছে এক হাজার ৮৫৮ জন৷
সৌদির প্রতিবেশি আরব আমিরাতে শনিবার রোগীর সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়েছে৷ তবে সেই তুলনায় মৃত্যু হার কম, ৩২১ জন৷ সম্প্রতি এই দেশটিও কারফিউ তুলে নিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ জনসমাগমস্থলগুলো খুলে দেয়া হয়েছে৷
ইরানে ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু ঘটেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ৷ দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৪০ হাজার ৪৩৮ জন, মারা গেছেন ১১ হাজার ৫৭১ জন৷
উপসাগরীয় দেশগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে সংক্রমণের হার সবচেয়ে বেশি কাতারে৷ সেখানে আক্রান্তের সংখ্যা এক লাখের কাছাকাছি, মারা গেছেন ১২১ জন৷
ভারতে একদিন সর্বোচ্চ শনাক্ত
এদিকে ভারতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নতুন রেকর্ড হয়েছে৷ ২৪ হাজার ৮৫০ জন আক্রান্ত পাওয়া গেছে৷ মোট বেড়ে হয়েছে ছয় লাখ ৭৩ হাজার ১৬৫ জন৷ যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়ার পর আক্রান্তের সংখ্যায় ভারত রয়েছে চতুর্থ অবস্থানে৷
বিনা খরচে সবার পরীক্ষার পক্ষে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট জেহোফার দেশটির সব নাগরিককে বিনামূল্যে করোনা পরীক্ষার পক্ষে মত দিয়েছেন৷ বর্তমানে দেশটির শুধু বাভেরিয়া রাজ্য এমন উদ্যোগ নিয়েছে৷ এক্ষেত্রে কেউ স্বাস্থ্য বিমার আওতায় না থাকলে তাকে পরীক্ষার খরচ দিতে হচ্ছে৷ তবে হর্স্ট জেহোফার সংবাদপত্র ভেল্ট আম সনটাগকে দেয়া সাক্ষাৎকারে সবার জন্য বিনা খরচে এই সেবা চালুর পক্ষে মত দেন৷ ফেডারেল সরকারেরই এই ব্যয় বহন করা উচিত বলে তিনি মনে করেন৷
এর আগে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী নির্দিষ্ট মানুষকে পরীক্ষার করানোর পক্ষে যুক্তি দিয়েছিলেন৷ তার মতে গণহারের পরীক্ষায় ভুল করে অনেকের করোনা পজেটিভ ফলাফল আসার শঙ্কা রয়েছে৷
জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউটের রোববারের তথ্য অনুযায়ী দেশটিতে নতুন করে ২৩৯ জন শনাক্ত হয়েছেন, যা আগের দিন ছিন ৪২২ জন৷ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৩৩৫ জন, যার মধ্যে এক লাখ ৮১ হাজার ৭০০ জনই সুস্থ হয়েছেন৷ মারা গেছেন নয় হাজার ১২ জন৷
যুক্তরাষ্ট্রে ৫০ হাজারের নিচে
গত চার দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনার নতুন শনাক্ত অর্ধলাখের নিচে নেমেছে৷ ২৪ ঘণ্টায় সেখানে ৪৫ হাজার ৩০০ জন রোগীর খোঁজ মিলেছে৷ যদিও চার জুলাই স্বাধীনতা দিবস পালনের কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাবার শঙ্কাও রয়েছে৷ বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রেই ২৮ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত৷ মারা গেছেন এক লাখ ২৯ হাজারের বেশি৷
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সারা বিশ্বে বর্তমানে প্রায় এক কোটি বারো লাখ মানুষ করোনায় আক্রান্ত৷ মারা গেছেন পাঁচ লাখ ৩১ হাজারের কিছু বেশি৷
এফএস/জেডএ (রয়টার্স, এএফপি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়)