‘এ কান্না বিজয়ের'
১৪ আগস্ট ২০১৯ঢাকার বিজয় সরণী, ফার্মগেটের খামারবাড়িসহ কয়েকটি সিগন্যাল পার হতে বেশ সময় লাগে৷ অনেক সময় আধ ঘণ্টারও বেশি সময় এসব সিগন্যালে অপেক্ষায় থাকতে হয়৷ মাঝেমধ্যে অফিস শুরুর সময়ে অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হয়৷
ভিডিওতে দেখা যায়, বিজয় সরণীর সিগন্যাল পার হওয়ার পর একজন মটরসাইকেল আরোহীকে অন্য মটরসাইকেল আরোহীকে বলেছেন, ‘‘দোস্ত আমরা এক চান্সে সিগন্যাল পার হইছি, ও মাই গড৷ ... কি যেন বলছিলি হ্যালির ধূমকেতু৷''
অন্যপাশ থেকে তখন আরেকজন বলেন, ‘‘দোস্ত মটরসাইকেল একটু সাইড করবি, আর পারতেছি না৷'' এরপর দুটো মটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যান তাঁরা৷
মাথায় লম্বা চুল আর মুখে দাড়ি থাকা যুবকটি চশমা খুলে চোখ মুছতে শুরু করেন, যা দেখে অট্টহাসিতে ফেটে পড়েন অন্যজন৷ হাসি থামছিল না কিছুতেই৷
‘কান্না করতেছিস ক্যান, কি হইছে?'-এই প্রশ্ন শুনেই লম্বা চুলের যুবকটি বলেন, ‘‘বিজয় সরণি সিগন্যাল এক চান্সে পার হয়ে গেছি দোস্ত৷ এইড দেখার জন্যই মনে হয় বাঁইচ্যা রইছিলাম৷''
অপরজন বলেন, ‘‘...ওর অফিস হলো ওই দিকে, এই দিক দিয়ে যায়, কখনোই বিজয় সরণির সিগন্যাল এক চান্সে পার করতে পারে নাই, আজকে পার হলাম আমরা৷''
এরপর ওই যুবক বলেন, ‘‘দোস্ত বুকে আয়, এ অশ্রু আনন্দের, এ কান্না বিজয়ের, এ মুহূর্ত স্মরণের৷'' এরপর দোস্ত সম্বোধন করে একে অপরের সঙ্গে কোলাকুলিও করেন৷ এরপর সবার মুখে ফুটে উঠে হাসি৷
মূল ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে৷
এসআই/টিএম