1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লং মার্চকে ঘিরে উত্তেজনা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ এপ্রিল ২০১৩

সরকার না চাইলেও জামায়াত শিবির এবং হেফাজতে ইসলামের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে ২৫টি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন৷ বলেছে, বাংলাদেশকে কোনোভাবেই মৌলবাদী, স্বাধীনতা বিরোধীদের তুলে দেয়া যাবে না৷

https://p.dw.com/p/189cv
ছবি: AFP/Getty Images

হেফাজতে ইসলামের চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে লং মার্চ শনিবার৷ তারা একদিন আগে শুক্রবার ঢাকার দিকে লং মার্চ নিয়ে আসা শুরু করবে৷ সরকার এ জন্য তাদের সব ব্যবস্থাই করে দিচ্ছে৷ মতিঝিল শাপলা চত্বরে শনিবার সারাদিন তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে৷ তাদের দাবি, শাহবাগের কথিত নাস্তিক, ব্লগারদের ফাঁসি দিতে হবে৷ আর তাদের সঙ্গে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতের নেতৃত্বে ১৮ দলও৷

তবে শেষ পর্যন্ত তাদের প্রতিরোধে মাঠে নেমেছে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন৷ তারা শুক্রবার সন্ধ্য ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে হেফাজতের লং মার্চ প্রতিহত এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে৷ ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, তারা সরকারের ভূমিকায় হতাশ হয়ে হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন৷ হেফাজতে ইসলাম তাদের ইচ্ছেমত ব্লগারসহ যে কাউকে নাস্তিক বলছে আর সরকারের পুলিশ তাদের গ্রেফতার করছে৷ শুধু তাই নয়, আটক ব্লগারদের ছবি সংবাদমাধ্যমকে দিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে পুলিশ, জানিয়েছেন তিনি৷ কারণ মৌলবাদীরা তাদের চিনে নিল এবং নির্দোষ প্রমাণিত হওয়ার পর তারা মুক্তি পেলে তাদের ওপর হামলা করবে মৌলবাদীরা৷ তাই বলা চলে যে, সরকারই সেই সুযোগ করে দিল৷

তিনি বলেন, হেফাজতে ইসলাম মূলত যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে রক্ষায় মাঠে নেমেছে৷ সে কারণেই তারা শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ শাহরিয়ার কবির বলেন, কিন্তু তাদের সে স্বপ্ন সফল হবে না৷ এ দেশে স্বাধীনতা বিরোধী- যুদ্ধাপরাধীদের নয়, এদেশ মুক্তিযুদ্ধের চেতনার৷ জামায়াত আর তাদের সহযোগী হেফাজতকে প্রতিরোধ করা হবেই৷ সরকার মৌলবাদী সন্ত্রাসীদের সঙ্গে আপোষ করলেও দেশের মানুষ আপোষ করবে না৷

অন্যদিকে, শোলাকিয়ার ইমাম তৌদিহী জনতা সংহতি পরিষদের প্রধান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ডয়চে ভেলেবে বলেন, দেশে আস্তিক-নাস্তিকের কোনো সংকট সৃষ্টি হয়নি৷ এটি জামায়াতের পক্ষ হয়ে হেফাজতে ইসলাম তৈরি করেছে৷ তারা জামায়াতকে রক্ষায় এই ইস্যু সৃষ্টি করে মাঠে নেমেছে, ইসলাম রক্ষায় মাঠে নামেনি৷ এছাড়া, তারা ব্লগারদের যে নাস্তিক বলছে তা তারা বলতে পারে না৷ ইসলাম এই ফতোয়া দেয়ার অধিকার কাউকে দেয়নি৷ গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার প্রমাণ করেছে যে তারা যুদ্ধাপরাধীদের পক্ষে৷

এখানেই শেষ নয়, ব্লগারদের গ্রেফতারেরও সমালোচনা করেছেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ৷ তিনি বলেন, তথ্য-প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না৷ পুলিশ তাই করছে৷ হেফাজতকে খুশি করার এই প্রক্রিয়া অন্যায় বলে মনে করেন তিনি৷

ওদিকে, হেফাজতে ইসলাম ঘোষণা করেছে ২৫টি সংগঠন হরতাল প্রত্যাহার না করলে তারা ৭ই এপ্রিল থেকে লাগাতার হরতাল দেবে৷ জবাবে শাহরিয়ার কবির বলেন যে, কোনো হুমকির মুখে হরতাল প্রত্যাহার করা হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য