1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ যেন সিনেমার গল্প!

২৪ মে ২০১৮

এক দোকানি দূর থেকে দেখলেন যে একটি শিশু দোতলা থেকে পড়ে যাচ্ছে৷ তিনি অতটা পথ দৌঁড়ে গিয়ে শিশুটিকে ক্যাচ ধরলেন৷ বেঁচে গেল ক্ষুদ্র প্রাণটুকু৷ সিসিটিভিতে ধরা পড়েছে সব৷

https://p.dw.com/p/2yDwI
ছবি: picture-alliance/Imaginechina/Stringer

সিনেমার হিরোরা কত কী না করতে পারেন৷ একশ' গুণ্ডার কাছ থেকে নায়িকাকে বাঁচাতে পারেন৷ অথবা পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রে গিয়ে ডুবুরি হয়ে গিয়ে বোমা বিস্ফোরণ ঠেকিয়ে পৃথিবীকে বাঁচিয়ে দিতে পারেন৷

কিন্তু যেই ব্যক্তির কথা বলছি, তিনি বাস্তবের হিরো৷ ফেসবুকে ভাইরাল হওয়া নাটকীয় এক ভিডিওতে দেখা যায়, দোকানি ফোনে কথা বলছিলেন৷ হঠাৎ করেই খেয়াল করলেন কিছু একটা৷ তারপর দৌঁড়ে গেলেন একটি বাড়ির নীচে৷ সেখানে ক্যাচ ধরলেন একটি শিশুকে৷ পরে দেখা গেল সবাই তাকে বাহবা দিচ্ছেন৷

ঘটনাটি ঘটেছে চীনের চংকিংয়ে একটি মার্কেট এলাকায়৷

চীনের পিপলস ডেইলি দু'টি সার্ভেইলেন্স ক্যামেরার ফুটেজ থেকে এই ভিডিওটি বানিয়ে তাদের ফেসবুক ও টুইটার পেজে শেয়ার করে৷

নেটিজেনরাও ঐ দোকানির দুঃসাহসিক কাজের ব্যাপক প্রশংসা করেন৷ সবাই তাকে হিরো উপাধি দেন৷

জেডএ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য