কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ ঘটছে। আলেক্সা বা সিরির মতো ভয়েস কমান্ড দিয়ে যন্ত্র নিয়ন্ত্রণ এবং যন্ত্রের সঙ্গে কথাবার্তা তো অনেক আগেই শুরু হয়েছে। কিন্তু যন্ত্রের কথা এখন যান্ত্রিকতা ছাড়িয়ে মানুষের কণ্ঠের আবেগকেও নকল করতে পারছে। এর যেমন নানা সুবিধা রয়েছে, আশঙ্কাও দেখছেন অনেকে।