এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের লক্ষ্যে আন্তর্জাতিক সমঝোতা
২৭ নভেম্বর ২০২৩বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রয়োগ যেভাবে বেড়ে চলেছে, মানবজাতির ভবিষ্যতের উপর তার গভীর প্রভাব নিয়ে তেমন কোনো সংশয় নেই৷ কিছু বিশেষজ্ঞ এই প্রযুক্তিকে মানুষের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেও সতর্ক করে দিচ্ছেন৷ নতুন এই প্রবণতা চিকিৎসা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা বাড়িয়ে তুলছে৷ বিভিন্ন দেশ এআই প্রযুক্তির উন্নতির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চাইছে৷ একইসঙ্গে এমন বিধিনিয়ম ও আইনকানুনের সন্ধান চলছে, যা উন্নতির পথে অন্তরায় না হয়েও বিপদের আশঙ্কা দূর করতে পারে৷
বিশ্বায়নের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিধিনিয়ম যে শুধু জাতীয় স্তরে আবদ্ধ রাখার তেমন কোনো অর্থ নেই, সে বিষয়ে সংশয় নেই৷ তাই আন্তর্জাতিক স্তরে ঐকমত্য অর্জনের চেষ্টা চলছে৷ সেই উদ্যোগের অংশ হিসেবে রোববার মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেনসহ মোট ১৮টি দেশ এক আন্তর্জাতিক সমঝোতা চূড়ান্ত করেছে৷ এর আওতায় কোম্পানিগুলিকে এআই প্রযুক্তির অপব্যবহার রুখতে শুরু থেকেই ‘সিকিউর বাই ডিজাইন’ বা সৃষ্টির স্তরেই নিরাপত্তা নিশ্চিত করতে বলা হচ্ছে৷
২০ পাতার এই সমঝোতা অবশ্য বাধ্যতামূলক নয়৷ তাতে বেশ কিছু সাধারণ সুপারিশ করা হয়েছে৷ এআই প্রণালীর অপব্যবহার রুখতে নজরজারি, তথ্য সংরক্ষণের লক্ষ্যে সুরক্ষা, সফ্টওয়্যার সরবরাহকারীদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার মতো পরামর্শ দেওয়া হয়েছে৷
এই সমঝোতা বাধ্যতামূলক না হলেও এত দেশ মিলে যে তাতে সম্মতি দিয়েছে, সেই বার্তা প্রযুক্তি কোম্পানিগুলির জন্য বাড়তি গুরুত্ব পাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ মার্কিন সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা কর্তৃপক্ষের প্রধান জেন ইস্টারলি সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, এই প্রথম এত বড় আকারে ঐকমত্য সম্ভব হয়েছে৷ ফলে এআই প্রযুক্তিতে শুধু নতুন গুণাগুণ যোগ করা এবং যত দ্রুত সম্ভব সে সব সস্তায় বাজারে এনে প্রতিযোগিতায় টেক্কা দেওয়া ছাড়াও এই নির্দেশিকায় নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে৷ উপযুক্ত পরীক্ষানিরীক্ষা চালিয়ে তবেই এমন প্রযুক্তি বাজারে আনার সুপারিশ করা হয়েছে৷
বিশেষজ্ঞরা এআই প্রযুক্তির নানা রকম অপব্যবহারের আশঙ্কা তুলে ধরছেন৷ তাঁদের মতে, হ্যাকারদের হাতে এমন প্রযুক্তি ব্যাপক গোলোযোগ সৃষ্টি করতে পারে৷ গণতান্ত্রিক প্রক্রিয়ায়ও গুরুতর বিঘ্ন ঘটানো সম্ভব৷ প্রতারণা, নাটকীয় মাত্রায় কর্মী ছাঁটাই ইত্যাদি অন্যান্য ঝুঁকিও রয়েছে৷
এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে৷ মার্কিন কংগ্রেসে রাজনৈতিক বিবাদের কারণে অগ্রগতি হচ্ছে না৷ ইউরোপীয় ইউনিয়ন আইনের খসড়া প্রস্তুত করছে৷ সম্প্রতি জার্মানি, ফ্রান্স ও ইটালি এ সংক্রান্ত এক সমঝোতায় পৌঁছেছে৷ তবে এই তিন দেশও বাধ্যতামূলক আইনের বদলে আপাতত কোম্পানিগুলির উদ্দেশ্যে আত্মনিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে৷
এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)