বিডিআর বিদ্রোহে হত্যা মামলা
১০ জুলাই ২০১২বাংলাদেশে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর বাদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন৷ সেই নির্মম হত্যা মামলার বিচার শুরু হয় গত বছর, বিশেষ আদালতে৷ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক জানান, এরই মধ্যে যে ২৭০ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক সাক্ষী রয়েছেন৷ মামলা প্রমাণের জন্য তাদের হাতে যথেষ্ঠ সাক্ষ্য এবং আলামত আছে৷ যে গতিতে মামলার কাজ এগোচ্ছে তাতে বিচার কাজ শেষ হতে বেশি দিন সময় লাগবেনা৷
এই মামলায় সাক্ষ্য দিতে সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদ এবং পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদকে নোটিশ দেয়া হয়েছে৷ তবে এ মুহূর্তে তারা দু'জনই দেশের বাইরে আছেন৷ যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদ সাক্ষী দিতে আপাতত দেশে আসতে পারছেন না বলে রাষ্ট্রপক্ষকে জানিয়ে দিয়েছেন৷ আনিসুল হক জানিয়েছেন, শেষ পর্যন্ত তিনি সাক্ষী দিতে না পারলেও মামলা প্রমাণে কোনো সমস্যা হবেনা৷
এদিকে যে রিপোর্টের ভিত্তিতে বিডিআর বিদ্রোহের বিচার বন্ধের দাবি জানিয়েছে ‘হিউম্যান রাইটস ওয়াচ' - সেই রিপোর্ট তথ্য নির্ভর নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক৷ তিনি বলেন, এই রিপোর্ট তৈরি করতে গিয়ে তারা একদিনও সরেজমিনে বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করেনি৷ আর অনেক আগে নেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে তারা রিপোর্ট তৈরি করেছে৷
প্রসঙ্গত, বিডিআর বিদ্রোহে হত্যা মামলায় মোট ৮৪৭ জনের বিচার চলছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ