এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা
২৫ জুন ২০২০পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত এক এপ্রিল বাংলাদেশে উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা (এইচএসসি) শুরুর কথা ছিল৷ করোনার প্রাদুর্ভাব শুরুর পর ২২ মার্চ তা স্থগিত করে সরকার৷ এরপর দিন যত গড়িয়েছে মহামারির প্রকোপও তত বেড়েছে৷ সাধারণ ছুটির পর অফিস-ব্যবসা-যানবাহনসহ সব খুললেও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে ছয় আগস্ট পর্যন্ত৷
এখন এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কিংবা চলতি বছর আদৌ হবে কীনা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা৷ ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মাধ্যমের ডে শিফটের কো অর্ডিনেটর এ এস এম মাসুদ৷ তিনি জানান, এইচএসসি পরীক্ষা কবে হবে এই বিষয়ে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা এখনও তারা পাননি৷ ‘‘আমরা শুনেছি এবারের বছরের সেশনটা আগামী ফেব্রুয়ারি পর্যন্ত টেনে নেয়া হতে পারে৷ কিন্তু কোনো অফিসিয়াল নোটিস আমরা পাইনি৷ আমাদেরকে অনলাইনে ক্লাস চালিয়ে যেতে বলা হয়েছে৷ মার্চে এইচএসসি পরীক্ষার্থীদের প্রিটেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল৷ সেটাও আমরা নিতে পারিনি৷ অন্যদিকে প্রথম বর্ষে যারা রয়েছে সমাপনী পরীক্ষা ছাড়াই অনলাইনে তাদের দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করে দিতে হয়েছে,'' ডয়চে ভেলেকে বলেন এই শিক্ষক৷
উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেয়নি সরকার৷ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কিংবা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও এনিয়ে তথ্য নেই৷ এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়ও৷ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিশেষজ্ঞ কিংবা সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা বলছেন বাংলাদেশে এখন পর্যন্ত করোনা পিক পর্যায়ে যায়নি৷ যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা পরীক্ষা নিব কিভাবে? পরিস্থিতি কিছুটা প্রশমিত হলে আমাদের যে লোকবল আছে সে অনুযায়ী কী পদ্ধতিতে পরীক্ষা নিব সেটা নিয়ে আমরা কাজ করছি৷ তবে যখনই সিদ্ধান্ত নেয়া হোক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য অন্তত মাসখানেক সময় দেয়া হবে৷’’
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিষয়টি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি৷ এজন্য একটি কমিটিও করে দেয়া হয়েছে৷ তারা পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা যায় কীনা তাও ভেবে দেখছেন৷
এদিকে করোনার কারণে বর্তমান এইচএসসি পরীক্ষা বাতিল এবং শিক্ষার্থীদের পাস ঘোষণা করা হতে পারে বলে গুজব ছড়িয়েছে৷ বিষয়টি উল্লেখ করে মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন. ‘‘আমি নিশ্চিত করেই বলতে পারি এটা একেবারে ভুল কথা৷ এভাবে ‘অটো পাস’ দিয়ে আমাদের লাভ কী, আমিতো আমার ভবিষ্যত প্রজন্মকে এতে নষ্ট করে দিব৷’’
এদিকে গত মঙ্গলবার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেয়ার সমস্ত প্রস্তুতি সরকারের রয়েছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, পরিবেশ উপযুক্ত হলেই পরীক্ষা নেওয়া হবে৷