অসাধ্য-সাধন
৩ মে ২০১৩স্টেফানির সাহস
এক চাকার সাইকেলে চড়ে পাহাড় থেকে নামা? রোমহর্ষক, কিন্তু সম্ভব৷ স্টেফানি ডিৎসে বহু বছর ধরে ইউনিসাইকেল চড়া অভ্যাস করেছেন৷ সেই সঙ্গে সাহস আর দুরন্তপনা৷ তিনি বলেন, ‘‘আমি ইউনিসাইকেল চড়ি কেননা ওটা সবসময়েই একটা চ্যালেঞ্জ৷ যতবার চড়ি, ততোই যেন কাজটা আরো শক্ত হয়ে ওঠে৷ আবার অসম্ভব মজাও হয়৷''
মাউন্টেন বা ডাউনহিল ইউনিসাইক্লিং-এ সাইকেল থেকে পড়া, চোট লাগা অনিবার্য৷ স্টেফানি ডিৎসে-র তাতে কিছু আসে যায় না৷ বছর দু'য়েক আগে তিনি ভিয়েনা ছেড়ে বার্লিনে আসেন, যেখানে পাহাড় বলে কিছু নেই৷ তবে ৯৯ মিটার উঁচু ড্রাখেনব্যার্গ টিলারও আকর্ষণ আছে৷ স্টেফানি বলেন, ‘‘ডাউনহিল বা উতরাইয়ের জন্য সবচেয়ে খাড়া জায়গাটা দিয়ে নামতে হয়, সাইকেল থেকে না পড়ে৷ ওটাই হল চ্যালেঞ্জ৷ গাছের শিকড়, রাস্তার পাথরের উপর দিয়ে যতোটা স্পিডে সম্ভব ধেয়ে যাওয়া, কিন্তু সাইকেল থেকে একবারও না নেমে৷''
শেখা কঠিন, প্রাপ্তি অনেক
স্টেফানি ডিৎসে গত ১৮ বছর ধরে ইউনিসাইকেল চালাচ্ছেন, সপ্তাহে তিন দিন ট্রেনিং করেন৷ ফ্রাংকফুর্টের কাছে নিজের গ্রাম রডগাউ-এর ক্লাবে ইউনিসাইকেল চড়া শেখেন৷ ২৬ বছর বয়সেও সে নেশা ছাড়েনি তাঁকে৷ শুরুটাই শক্ত, বলেন স্টেফানি৷ ইউনিসাইকেলের ওপর বসে সোজা এগিয়ে যাওয়াটা শিখতেই কয়েক সপ্তাহ সময় লেগে যায়৷ তিনি আরও জানালেন, ‘‘ইউনিসাইকেল চালানোটা খুব মজার৷ ঠিক যেন মনে হয়, মাধ্যাকর্ষণকে ফাঁকি দিচ্ছি, কেননা ঐ ছোট্ট স্যাডলটাতে বসে ব্যালেন্স করাটা প্রায় অসম্ভব৷ কিন্তু দুর্গম পথ ধরে পাথর-শিকড় পেরিয়ে সেটা করতে পারার অনুভূতিটাও দারুণ৷''
নতুন চ্যালেঞ্জ, নতুন প্রাপ্তি
গতবছর স্টেফানি ডিৎসে ইউনিসাইক্লিং-এ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন লুৎস আইশহলৎস-এর সঙ্গে একটি অভিনব পরিকল্পনা করেন৷ ইটালির ডলোমাইট পর্বতশ্রেণির তিন হাজার মিটার উঁচু একটি শিখর থেকে তারা ইউনিসাইকেলে চড়ে নীচে নামবেন৷ দুই দিন লেগেছিল সেই যাত্রা শেষ করতে৷
এর এক বছর আগে তিনজনে মিলে বাভেরিয়া থেকে ইটালির দক্ষিণ টিরোল অবধি আল্পস পর্বতমালা পার হয়েছিলেন৷ স্টেফানি বলেন, ‘‘ক্রমেই আরো বড়, আরো উঁচু পর্বতে চড়ার একটা আলাদা রোমাঞ্চ আছে৷ চারিদিকের দৃশ্য বদলে যায়, গাছপালা বদলে যায়৷ তিন হাজারের মিটারের উপর শুরু হয় সত্যিকারের আল্পস, কঠিন, সে এক রুক্ষ পাহাড়ি অঞ্চল৷ চার হাজার মিটার অবধি পৌঁছতে পারলে আরো ভালো লাগবে, যদিও তার বিপদ আলাদা৷ তবে চ্যালেঞ্জটাও যে দারুণ৷''
এক চাকার সাইকেলে চড়ে বাচ্চাদের সার্কাস, তাই দিয়ে স্টেফানি শুরু করেছিলেন৷ এ জন্য একটি হাল্কা সাইকেল ব্যবহার করতে হয়৷ নানা কেরামতি দেখাতে পারেন তিনি৷ আর হ্যাঁ, স্টেফানি ফ্রিস্টাইল পেয়ার সাইক্লিং-এ দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন৷
এসি/ডিজি