1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনকর্মীদের রোগ ও চিকিৎসা

আশীষ চক্রবর্ত্তী৩০ মার্চ ২০১৬

তাঁরা যৌনকর্মী৷ যৌনবাহিত রোগে নিয়মিতই আক্রান্ত হতে হয় তাঁদের৷ যৌনপল্লীর এমন কিছু নারীকেই চিকিৎসাসেবা দেন ডা. রোকসানা আক্তার৷ ডয়চে ভেলেকে দেয়া তাঁর সাক্ষাৎকারে উঠে এসেছে যৌনরোগ এবং তার চিকিৎসা সম্পর্কে নানা কথা৷

https://p.dw.com/p/1IL9T
বাংলাদেশের এক যৌনকর্মী
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages

দৌলতদিয়ার একটি যৌনপল্লির যৌনকর্মীদের নিয়ে প্রায় কাজ করছেন ডা. রোকসানা আক্তার৷ সমাজে যৌনকর্মীদের জীবন যেমন প্রতিবন্ধকতায় ভরপুর, তাঁদের চিকিৎসার প্রতিবন্ধকতাও সেই তুলনায় খুব কম নয়৷ ডা. রোকসানা তবু আছেন তাঁদের পাশে৷ একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করছেন৷ দৌলতদিয়ার ওই যৌনপল্লির যৌনকর্মীদের সাধারণ সব রোগের চিকিৎসাই করেন, তবে যৌনবাহিত রোগে আক্রান্তরাই বেশি আসেন তাঁর কাছে৷

ডা. রুকসানা আক্তার

যৌনকর্মীদের বিনা খরচে চিকিৎসাসেবা দেয় বেসরকারি সংস্থাটি৷ রোগমুক্তির আশায় প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ জন রোগী আসেন চিকিৎসাসেবা কেন্দ্রে৷ টেলিফোন সাক্ষাৎকারে ডা. রোকসানা জানালেন, ছোট ছোট কামরায়, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এবং সচেতনতার অভাবের কারণে যৌনকর্মীদের মাঝে নানা ধরণের সংক্রমণ এবং সিফিলিস ও গনোরিয়ার মতো রোগপ্রবণতা খুব বেশি৷

অবশ্য ডা. রোকসানা জানিয়েছেন, যৌনকর্মীদের মাঝে সচেতনতা বাড়ছে৷ সে কারণে রোগের প্রকোপও কমছে ধীরে ধীরে৷ তবে যৌনরোগ বিষয়ে সচেতনতা যে যৌনপল্লিতে যান এমন সব মানুষের পাশাপাশি সমাজের সবারই থাকা দরকার সে কথাও বলেছেন তিনি৷

ডা. রোকসানা আক্তারের সাক্ষাৎকারটি শুনলেন? কেমন লাগলো জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান