1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোবেল ২০১৩

৭ অক্টোবর ২০১৩

এবার চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন যুক্তরাষ্ট্রের জেমস রথম্যান, ব়্যান্ডি শেকম্যান এবং জার্মান বংশোদ্ভূত গবেষক টোমাস স্যুডহোফ৷ সোমবার নোবেল কমিটি এ ঘোষণা দিয়েছে৷

https://p.dw.com/p/19vMj
ছবি: Jonathan Nackstrand/AFP/Getty Images

হরমোন, এনজাইম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান কীভাবে মানব দেহের কোষে যায় – এ নিয়ে গবেষণা করে যুগান্তকারী সাফল্যের স্বীকৃতি হিসেবে এই তিন গবেষককে নোবেল পুরস্কারে ভূষিত করা হবে৷ তিনজনই এখন যুক্তরাষ্ট্রে কর্মরত৷ ৬২ বছর বয়সি জেমস রথম্যান যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক৷ প্রফেসর শেকম্যান কাজ করছেন বার্কলের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে৷ তিনজনের মধ্যে স্যুডহোফ সবচেয়ে ছোট, তাঁর বয়স ৫৭৷ ২০০৮ সাল থেকে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কাজ করছেন৷

Medizin Nobelpreisträger Thomas Südhof
নোবেলজয়ী জার্মান বংশোদ্ভূত গবেষক টোমাস স্যুডহোফছবি: picture alliance/AP Photo

সোমবার নোবেল কমিটি জানিয়েছে ‘ভেসিকল ট্রাফিক' বা ‘কৌষিক যাতায়াত' নিয়ে গবেষণায় জেমস রথম্যান, ব়্যান্ডি শেকম্যান এবং টোমাস স্যুডহোফের সাফল্য কোষের ভিতর কীভাবে ‘কার্গো কিভাবে ঠিক সময়ে, ঠিক জায়গায় যায়' – তা বিজ্ঞানীদের বুঝতে সহায়তা করেছে৷ নোবেল জয়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শেকম্যান বলেছেন, ‘‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, হে ঈশ্বর! দ্বিতীয় প্রতিক্রিয়াও এমনই ছিল৷''

এবারই প্রথম নোবেল পেলেও জেমস রথম্যান এবং ব়্যান্ডি শেকম্যান আগেও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন৷ ২০০২ সালে অ্যালবার্ট ল্যাসকার বেসিক মেডিক্যাল রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছিলেন তাঁরা৷

প্রতি বছরের মতো এবারও চিকিৎসা শাস্ত্রে অবদানের স্বীকৃতি দিয়েই পুরস্কার দেয়ার প্রক্রিয়া শুরু করলো নোবেল কমিটি৷ পর্যায়ক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে৷ স্টকহোম আর অসলোতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আগামী ১০ অক্টোবর৷ ১৯০১ থেকে এই দিনেই পুরস্কার প্রদানের চূড়ান্ত আনুষ্ঠানিকতা সেরে আসছে নোবেল কমিটি৷ ১৮৯৬ সালের এই দিনেই মারা গিয়েছিলেন সুইডেনের রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড নোবেল৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য