1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক দশকে সবচেয়ে বেশি দারিদ্র্যের ঝুঁকিতে জার্মানরা

১৫ আগস্ট ২০২০

দারিদ্র্য সীমার নীচে চলে যাওয়ার ঝুঁকিগ্রস্থ মানুষ ১০ বছর ধরে বাড়ছে জার্মানিতে৷ তবে এখন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ৷ বড় একটি শহরের এক চতুর্থাংশ মানুষই এখন এমন ঝুঁকিতে৷

https://p.dw.com/p/3h0cy
Deutschland Symbolbild Hilfe in der Corona-Pandemie
ছবি: picture-alliance/dpa/S. Schuldt

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের প্রতিবেদন থেকে বেরিয়ে এসেছে এমন চিত্র৷ সেখানে বলা হয়েছে মূলত পশ্চিমাঞ্চলের সব রাজ্য এবং রাজধানী বার্লিনে দারিদ্র্য সীমার নীচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষ সবচেয়ে বেশি৷

২০১৮ সালে দেশের মোট জনসংখ্যার ১৫ দশমিক পাঁচ ভাগ মানুষ ছিল এমন ঝুঁকিতে৷  গত বছর তা বেড়ে হয়েছে ১৫ দশমিক নয় ভাগ৷ করোনাসংকটে অনেকে কাজ হারানোয় বা কম কাজ করতে বাধ্য হওয়ায় এমন মানুষ আরো বাড়তে পারে৷

কোন শহরে কত বেশি

জার্মানির মানদণ্ডে অতি দরিদ্র হওয়ার ঝুঁকিতে আছেন এমন মানুষ সবচেয়ে বেশি উত্তরাঞ্চলের শহর ব্রেমেনে৷ দশ বছর আগে ছিল ২০ দশমিক এক ভাগ, ২০১৯-এর শেষে প্রায় পাঁচ ভাগ বেড়ে হয়েছে ২৪ দশমিক নয়৷

সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের অবস্থাও বেশ খারাপের দিকে৷ এক দশক আগে ছিল ১৫ দশমিক দুই ভাগ, গত বছর বেড়ে হয়েছে ১৮ দশমিক ৫৷

এমন ঝুঁকিতে যারা

জার্মানিতে গড় আয় ধরা হয় ১০৭৪ ইউরো৷ যাদের আয় এই আয়ের ষাট ভাগের চেয়েও কম, জার্মানির মানদণ্ডে তারা দারিদ্র্য সীমার নীচে৷

এসিবি/ কেএম (ইপিডি, ডিপিএ, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য