এক দশকে সবচেয়ে বেশি দারিদ্র্যের ঝুঁকিতে জার্মানরা
১৫ আগস্ট ২০২০জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের প্রতিবেদন থেকে বেরিয়ে এসেছে এমন চিত্র৷ সেখানে বলা হয়েছে মূলত পশ্চিমাঞ্চলের সব রাজ্য এবং রাজধানী বার্লিনে দারিদ্র্য সীমার নীচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষ সবচেয়ে বেশি৷
২০১৮ সালে দেশের মোট জনসংখ্যার ১৫ দশমিক পাঁচ ভাগ মানুষ ছিল এমন ঝুঁকিতে৷ গত বছর তা বেড়ে হয়েছে ১৫ দশমিক নয় ভাগ৷ করোনাসংকটে অনেকে কাজ হারানোয় বা কম কাজ করতে বাধ্য হওয়ায় এমন মানুষ আরো বাড়তে পারে৷
কোন শহরে কত বেশি
জার্মানির মানদণ্ডে অতি দরিদ্র হওয়ার ঝুঁকিতে আছেন এমন মানুষ সবচেয়ে বেশি উত্তরাঞ্চলের শহর ব্রেমেনে৷ দশ বছর আগে ছিল ২০ দশমিক এক ভাগ, ২০১৯-এর শেষে প্রায় পাঁচ ভাগ বেড়ে হয়েছে ২৪ দশমিক নয়৷
সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের অবস্থাও বেশ খারাপের দিকে৷ এক দশক আগে ছিল ১৫ দশমিক দুই ভাগ, গত বছর বেড়ে হয়েছে ১৮ দশমিক ৫৷
এমন ঝুঁকিতে যারা
জার্মানিতে গড় আয় ধরা হয় ১০৭৪ ইউরো৷ যাদের আয় এই আয়ের ষাট ভাগের চেয়েও কম, জার্মানির মানদণ্ডে তারা দারিদ্র্য সীমার নীচে৷
এসিবি/ কেএম (ইপিডি, ডিপিএ, কেএনএ)