এক দশকের সেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব
২৩ ডিসেম্বর ২০১৯২০০৯ সাল থেকে ২০১৯— এই দশ বছরে সারা বিশ্বের সব ক্রিকেটারের পারফর্ম্যান্স বিশ্লেষণ করে ওয়ানডের সেরা একাদশ বাছাই করেছে উইজডেন৷ উইজডেনের লেখকদের প্যানেলের নির্বাচন করা এই একাদশে রাখা হয়েছে ছয় ব্যাটসম্যান, চার পেসার ও একজন অলরাউন্ডার৷ সেই একজন বাংলাদেশের সাকিব আল হাসান! গত এক দশকে ১৩১ টি ওয়ানডে খেলেছেন সাকিব, বাঁ হাতি স্পিনে ৩০.১৫ গড়ে নিয়েছেন ১৭৭টি উইকেট৷ এই সময়ে ব্যাট হাতেও দারুণ সফল ছিলেন , ৩৮.৮৭ গড়ে করেছেন ৪ হাজার ২৭৬ রান৷ পারফর্ম্যান্সের এমন ধারাবাহিকতা এতটা সময়ে আর কোনো অলরাউন্ডারের ছিল না৷ আর সে কারণেই এক দশকের সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন তিনি৷
ভারতের তিনজন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দুজন করে আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন এই একাদশে৷
উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশ:
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২. রোহিত শর্মা (ভারত)
৩. বিরাট কোহলি (ভারত)
৪. এবি ডি ভিলিয়ার্স (সাউথ আফ্রিকা)
৫. জস বাটলার (ইংল্যান্ড)
৬. মহেন্দ্র সিং ধোনি (ভারত)
৭. সাকিব আল হাসান (বাংলাদেশ)
৮. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
১০. ডেল স্টেন (সাউথ আফ্রিকা)
১১. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
একই সঙ্গে এক দশকের সেরা টেস্ট একাদশও ঘোষণা করেছে উইজডেন৷ ওয়ানডে একাদশ থেকে শুধু বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স আর ডেল স্টেন স্থান পেয়েছেন সেখানে৷ টেস্ট একাদশে আরো আছেন অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (সাউথ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বীন (ভারত), ডেল স্টেন (সাউথ আফ্রিকা), কাগিসো রাবাদা (সাউথ আফ্রিকা) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)৷
এসিবি/কেএম (উইসডেন অ্যালমানাক)